এই লকডাউন এ সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষের ঝোঁক আরো বেশি করে বেড়েছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই নিজদের সময় কাটিয়েছেন এই সোশ্যাল মিডিয়াতেই। ভাইরাল হয়ছে প্রচুর ভিডিও। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় মাঠের মধ্যে মাঝরাস্তায় এক স্বামী স্ত্রী যুগল অসাধারণ নৃত্য করছে। তাদের নাচের ভিডিও দেখলে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমা শাহরুখ কাজলের কথা মনে পড়ে যাবে।তাদের নাচের অঙ্গভঙ্গি এতটাই সুন্দর এবং তাদের দু’জনের মধ্যে একটি মিষ্টি ভালোবাসার সম্পর্ক রয়েছে তা প্রকাশিত হয়েছে ভিডিওতে। প্রকাশ চাভান নামক এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও আসে এবং ঝড়ের গতিতে ভাইরাল হয়ে ওঠে। ভালোবাসা দিবস চলে গেলেও চারিদিকে এখনো প্রেমের মুহূর্তগুলো বাতাসে বয়ে বেড়াচ্ছে।Video – instagram (mr.prakashchavhan59) pic.twitter.com/MeB92DiLKY
— Samay Barta (@SamayBarta) February 12, 2021
বলিউডের হিন্দী গানের সাথে মাঝ রাস্তায় অসাধরণ নাচ এক স্বামী স্ত্রীর, ভাইরাল ভিডিও
টেলিভিশনের থেকে এখন বেশি জনপ্রিয় বিনোদনের জায়গা হল সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও এখন মানুষের কাছে বিনোদনের একমাত্র মাধ্যম। আমাদের জীবন সামাজিক মিডিয়া ছাড়া স্থবির হয়ে পড়েছে। আমরা ব্যস্ত…

By

আরও পড়ুন