Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খালি গলায় লতা’জির গান গেয়ে ভাইরাল হলেন বাঙালি গৃহবধূ, দেখুন ভিডিও

একবার লতা মঙ্গেশকরের একটি গান গেয়ে যথেষ্ট প্রশংসা পেয়েছেন এই গৃহবধূ। তিনি আবারো চলে এসেছেন তার গানের সম্ভার নিয়ে। এবারে গেয়েছেন 'চলে যেতে যেতে দিন বলে যায়'। লতা মঙ্গেশকরের গাওয়া…

Avatar

একবার লতা মঙ্গেশকরের একটি গান গেয়ে যথেষ্ট প্রশংসা পেয়েছেন এই গৃহবধূ। তিনি আবারো চলে এসেছেন তার গানের সম্ভার নিয়ে। এবারে গেয়েছেন ‘চলে যেতে যেতে দিন বলে যায়’।

লতা মঙ্গেশকরের গাওয়া এই অসাধারণ গানটি এমনিতেই সকলের মনের মধ্যে থেকে গেছে। কোকিলকন্ঠী সেই মানুষটির সঙ্গে কোন তুলনা নয়, লতা মঙ্গেশকরের গাওয়া গানটি কে নিজের মতন করে গেয়েছেন তিনি। তিনি কোথাও গান শিখে গান গাইছেন কিনা জানা নেই তবে তার গলায় যে মা সরস্বতী স্বয়ং বিরাজ করছেন একথা যে কোন ভিডিও দেখলে যে কেউ বলবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর আগের গানটিও বেশ সাড়া জাগিয়েছিল। এই গানটি ও যথেষ্ট সাড়া জাগাবে একথা নিঃসন্দেহে। তিনি একেবারে সাধারণভাবে, খুব সাধারন ভঙ্গিতে আর সাবলীল ভাবে গেয়ে চলেছেন। দেখে নিন সেই ভিডিও।

About Author