টুইটারের ‘জিন্দেগী গুলজার হে’ নামের একটি পেজ থেকে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। পাশাপাশি ক্যাপশনে লেখা ছিল ছোটবেলায় এমন শিক্ষিক তারা পাননি। এই মুহূর্তে সেই ভিডিওটি পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে। আর এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই শিক্ষিকার কাণ্ড দেখে নেটমহলে তৈরি হয়েছে দ্বিমত। কেউ ভিডিওটি দেখে মজা পেয়েছেন। আবার কারোর মতে, এই শিক্ষিতাকে স্কুল থেকে বরখাস্ত করে দেওয়া উচিৎ, কারণ তিনি স্কুলের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছেন। তার এই কাণ্ড দেখে পড়ুয়ারাই বা কি শিক্ষা পাচ্ছে! ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই এমন নানা ধরনের কথা উঠে এসেছে নেটমহল থেকে। বলাই বাহুল্য, এই ভিডিও দেখে বেশিরভাগেরই মত স্কুলে ক্লাসরুমের মধ্যে ছোট ছোট পড়ুয়াদের নিয়ে এমন নাচানাচি করা উচিৎ হয়নি তার।बचपन में ऐसी Teacher हमें क्यों नहीं मिली 🥲❤️ pic.twitter.com/DCmx6USvD1
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) December 2, 2022
Viral Video: পড়ুয়াদের সাথে নিয়েই ক্লাসরুমে উদ্দাম নাচ এক শিক্ষিকার, দ্বিমত নেটপাড়ায়
বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় কোনকিছুই ভাইরাল হতে তেমন সময় লাগে না। সেক্ষেত্রে যদি কোন ভিডিও কিংবা ছবি নেটজনতার দৃষ্টি আকর্ষণ করতে পারে, তাহলে তো আর কথাই নেই। প্রতিদিন প্রতিমুহূর্তে সোশ্যাল…

আরও পড়ুন