আজকালকার দিনে বিনোদনের অন্যতম প্রধান অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। টিভি, রেডিও, সংবাদপত্র ইত্যাদির ব্যবহার অনেকটাই কমে গিয়েছে এই ডিজিটাল দুনিয়াতে। করোনা পরিস্থিতিতে গৃহবন্দী দশায় তাই প্রত্যেক মানুষের সময় কাটানোর অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট। নানা হাসির, মজার বা নাচ, গানের ভিডিও দেখে সময় কাটছে সকলের। এককথায় বলা যেতে পারে এই কঠিন সময়ে সকলের কাছে অক্সিজেন এই সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। সম্প্রতি একটি ছোট্ট ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন।
সোশ্যাল মিডিয়াতে আজকাল মাঝে মাঝেই ভাইরাল হয়ে যায় বিভিন্ন পশু পাখির ভিডিও। অনেকেই বাড়ির পোষা পশু পাখিদের বিভিন্ন কার্যকলাপের ভিডিও বানিয়ে পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়ে যায়। কখনো দেখা যায় টিয়া পাখির অদ্ভুত কথা বলার প্রতিভা, তো কখনো দেখা যায় কুকুরছানার কিউট খেলার মুহূর্ত। তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে কুমিরকে। কুমিরের কথা উঠলেই সাধারণ মানুষের গা শিউরে ওঠে। কারণ এই প্রাণী জীবন্ত চিবিয়ে খায় অন্যদের। তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য আপনার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে একটি পুকুরে ভর্তি ছোট ছোট কুমিরের বাচ্চা। বলা যেতে পারে জলে গিজগিজ করছে কুমিরের বাচ্চা। এই দৃশ্য দেখে আপনার আত্মা কেঁপে যেতে পারে। কিন্তু ভিডিওতে এও দেখা গেছে একটি বাচ্চা ছেলে ওই কুমির ভর্তি পুকুরে টি শার্ট খুলে ঝাঁপ দেয়। শুনে অবাক হলেন নিশ্চয়ই। নেটিজেনরাও ওই বাচ্চার সাহসিকতা দেখে অবাক হয়েছেন।
যদিও কুমির তার শিকারকে আঁচড়ে খায়, কিন্তু ভাইরাল হওয়া এই ভিডিওতে শিশুটিকে কোনো ভয় ছাড়াই পুলে কুমিরের সঙ্গে আরামে সাঁতার কাটতে দেখা যায়। এই ভিডিওটি @criancafazendoM নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত ৪৫৮.৮K ভিউ পেয়েছে। একই সঙ্গে ২০ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন এই ভিডিওটি। হাজার হাজার কুমিরে ভরা এই পুলে একটি ছোট্ট শিশুকে আনন্দে সাঁতার কাটতে দেখা যায়। এ সময় কিছু কুমির শিশুটির পিঠে চড়ে। ভিডিওটি সত্যিই অবাক করার মতো। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন।
— crianças fazendo merda (@criancafazendoM) November 17, 2022