চারিদিকে মানুষের মনের অবস্থা সত্যিই খুব খারাপ। করোনার প্রকোপ দিনে দিনে বেড়ে চলেছে। প্রাকৃতিক দুর্যোগেও চারিদিক ছারখার হতে বসেছে। তার মাঝে এইটুকু আনন্দ করে যদি নিজেরা ভালো থাকা যায় বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কয়েকটা মানুষের মুখে হাসি ফোটানো যায় তাহলেই বা কম কি।‘Tu chill maar, tension na le’ Mumbai style pic.twitter.com/HfLBSlsov7
— Cherry Dimple (@realshailimore) August 6, 2020
মুম্বাইয়ের থৈথৈ রাস্তার জলে ভেসে যাচ্ছে দুই যুবক, দেখুন ভাইরাল ভিডিও
শ্রেয়া চ্যাটার্জি - মুম্বাই ভাসছে বন্যার জলে। শেষ দু দিনের বৃষ্টিতে অনেক জায়গাতেই হাঁটু সমান এর ওপর দিয়ে জল বইছে। এমনিতেই মহারাষ্ট্রে করোনার প্রকোপ যথেষ্ট বেশি। সেই করোনার আবহে এবার…

আরও পড়ুন