ভাইরাল & ভিডিও

Viral : প্রাণভয়ে গাছ থেকে লাফ দিল বানর, গাছেই তার ঘারে কামড় বসাল চিতা, ভিডিও দেখে শিউরে উঠেছে নেটজনতা

Advertisement
Advertisement

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। সকলেই এই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের বন্ধু করে নিয়েছেন। অবশ্য সেকথা আর আলাদাভাবে উল্লেখ করা নিষ্প্রয়োজন। প্রতিদিন প্রতিমুহূর্তে কিছু না কিছু ভাইরাল হতেই থাকে সোশ্যাল মিডিয়ার পাতায়। বলাই বাহুল্য, যদি সোশ্যাল মিডিয়ার কোন ঝলক দর্শকদের ধরে রাখে তাহলে, সেটি ভাইরাল হতে বাধ্য।

Advertisement
Advertisement

থেকে থেকে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে এমন কিছু ঝলক আমাদের নজরে আসে যা সচারচর আমরা দেখতে পাই না। কিছু কিছু ক্ষেত্রে সেইসমস্ত ঝলক দেখে শিউরে ওঠেন ছোট থেকে বড় সকলেই। না দেখলে হয়তো বিশ্বাসই করা যায় না এমন ঘটনাও ঘটা সম্ভব। সম্প্রতি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের সাথে যুক্ত সুশান্ত নন্দর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে তেমনি একটি ঝলক প্রকাশ্যে এসেছে, যা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না অনেকে। রইল ঝলক।

Advertisement

Advertisement
Advertisement

সম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে এক বানরকে প্রাণভয়ে এক গাছ থেকে অন্য গাছে লাফ দিতে দেখা গিয়েছে। তার সাথে সাথে সেই গাছ থেকে লাফ দেয় চিতা বাঘও। এই ঝলক দেখে ঐ গাছে থাকা আরও একটি বানর সেই স্থান ছেড়ে পালায়। পরে আবারো চিতার হাত থেকে বাঁচতে আগের গাছেই ঝাঁপ দেয় ঐ বানরটি। তবে শেষরক্ষা হয়নি। ঐ বনরটি শত চেষ্টা করেও নিজের প্রাণ বাঁচাতে পারেনি। গাছের ডাল ধরে ঝোলার সময় তারই ঘারে কামড় বসায় চিতা। তাকে নিয়েই গাছ থেকে নীচে ঝাঁপ দেয় ঐ চিতা। আর সেই ঝলক দূর থেকই ক্যামেরাবন্দি করেছিলেন সেখানকার কোন এক বাসিন্দা। আপাতত, সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই সেই দৃশ্য নজরে এসেছে সকলের।

Related Articles

Back to top button