ভাইরাল & ভিডিও

Viral Snake Mongoose Fight: শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমুল লড়াই করল কিং কোবরা ও মঙ্গুশ, দেখে বাকরুদ্ধ নেটিজেনরা

সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই ভাইরাল হয় বিভিন্ন সাপের ভিডিও

×
Advertisement

আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।

Advertisements
Advertisement

মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন পশুপাখির ভিডিও। পোষ্যদের অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেট নাগরিকদের। তবে মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন সাপের ভিডিও। শুনে অবাক লাগলেও, সাপের জীবন যাপন এবং সাপ ধরার প্রক্রিয়া সমন্ধে জানার খুব ইচ্ছা তাকে নেটিজেনদের। তাইতো সাপের ভিডিও ইন্টারনেট দুনিয়াতে এলেই, তা ভাইরাল হয়ে যায়।

Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সাপের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। আমরা প্রায়শই সাপ এবং মঙ্গুশের লড়াই দেখে থাকি। সম্প্রতি আবার এমন একটি রুদ্ধশ্বাস ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি সাপ এবং একটি মঙ্গুস একে অপরকে দেখার সাথে সাথে তারা একে অপরকে খুব হিংস্রভাবে আক্রমণ করে। কিং কোবরা মঙ্গুসকে কামড়াতে যাচ্ছিল, সেইসময় মঙ্গুশও পাল্টা জবাব দিল এবং বিপজ্জনক কিং কোবরাকে কামড়ে দিল। সাহস না হারিয়ে কোবরাও বারবার মঙ্গুসকে দংশন করতে থাকে। ধীরে ধীরে, কোবরার উপর মঙ্গুসের দখল দুর্বল হতে শুরু করে। এরপর দুজনের মধ্যে তুমুল মারামারি হয়। দুজনেই একে অপরকে এতটাই আহত করে যে ভিডিওর শেষে দুজনেই প্রাণ হারায়। এই ভিডিও দেখে বাকরুদ্ধ হয়ে গেছেন নেট নাগরিকরা। আপনি যদি ভাইরাল ভিডিওটি দেখতে চান তাহলে এখানে অবশ্যই দেখে নিন।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button