Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাণু মন্ডলের গলায় এবার ভাইরাল শাহরুখ কাজলের গান

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে রাণু মন্ডল এখন ঘরে ঘরে পরিচিত। রানাঘাট স্টেশনে বসে লতা মঙ্গেশকরের গান করতেন তিনি। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে পুরো দেশ জুড়ে ভাইরাল হয়ে যান তিনি। সোশ্যাল…

Avatar

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে রাণু মন্ডল এখন ঘরে ঘরে পরিচিত। রানাঘাট স্টেশনে বসে লতা মঙ্গেশকরের গান করতেন তিনি। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে পুরো দেশ জুড়ে ভাইরাল হয়ে যান তিনি। সোশ্যাল মিডিয়ার সৌজন্যেই পড়ে যান বলিউড সুরকার হিমেশ রেশমিয়ার চোখে। রানাঘাট স্টেশন থেকে সোজা বলিউডে প্লেব্যাক সিঙ্গার। স্বপ্নের উড়ানই বলা চলে রাণু মন্ডলের। বলিউডে গিয়ে হিমেশ রেশমিয়ার সাথে তার সিনেমার জন্য তৈরি মেরি কাহানি গানটি করে কুড়িয়েছেন প্রশংসাও। রাণু মন্ডল এখন সারা ভারতের বিভিন্ন রিয়ালিটি শোয়ে যাচ্ছেন অতিথি হয়ে।

তেমনই সম্প্রতি তিনি গিয়েছিলেন মালয়ালম রিয়ালিটি শো ‘কমেডি স্টার’ এ। সেখানে তিনি গিয়েছিলেন অতিথি হিসেবে। সেখানে গিয়ে তিনি অনেকগুলি গান করেন। তার মধ্যে তার নিজের গাওয়া ‘তৈরি মেরি কাহানি’ গানটা ছাড়াও ছিল বেশ কয়েকটি ৯০ এর দশকের গান। তার মধ্যে ছিল শাহরুখ কাজলের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এর বিখ্যাত গান ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’ গানটি। কমেডি স্টারে গিয়ে গাওয়া সেই গানটিই ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। উৎসবের আবহে রাণু মন্ডল আবার উঠে এসেছেন আলোচনায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

About Author