ভাইরাল & ভিডিওবিনোদন

Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হারিয়ানভী গানের নাচ, দেখুন নৃত্যশিল্পীর পারফরম্যান্স

সাদা পোশাকে এই নাচ অনেকেই বেশ পছন্দ করেছেন

Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়াতে আজকাল জনপ্রিয়তার শিখরে রয়েছেন মুস্কান বেবি। তার প্রতিটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং বর্তমানে তিনি যেন হরিয়ানভি নাচের দুনিয়ায় স্বপ্না চৌধুরীকে অনেকটা বেশি ছাপিয়ে গিয়েছেন। এখনকার দিনে সব থেকে জনপ্রিয় হরিয়ানভিও নৃত্যশিল্পী হয়ে উঠেছেন তিনি। বর্তমানে তার instagram প্রোফাইলেও কিন্তু বহু মানুষ ফলো করেন তাকে। মাঝেমধ্যেই তিনি তার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ instagram এ বিভিন্নভাবে আপলোড করেন। সম্প্রতি তার একটি নতুন রিল ভিডিও পোস্ট করা হয়েছে তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে। এই ভিডিওটিতে তিনি একটি নতুন গানের সঙ্গে দুর্দান্ত নাচ করছেন।

Advertisement
Advertisement

সাদা পোশাকে দুরন্ত নাচ করলেন মুস্কান বেবি

এই ভিডিওতে মুসকানকে দেখা যাচ্ছে একটি সাদা রঙের পোশাক পরে নাচ করতে। এই ভিডিওতে তার পরনে রয়েছে একটি সাদা রঙের কুর্তি এবং তার সাথেই রয়েছে কালো রঙের একটি জিন্স প্যান্ট। এই ভিডিওতে তিনি একটি নতুন হরিয়ানভি গানের সঙ্গে নাচ করছেন। এই গানটি হলো খড়ি রোড পে ওয়েট করু। তার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়েছে এবং বহু মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। বর্তমানে তার এই নাচের ভিডিওতে হাজার হাজার লাইক পড়েছে এবং বহু মানুষ এই নাচের ভিডিওতে কমেন্ট করেছেন।

Advertisement

ভাইরাল ভিডিওতে প্রচুর মানুষ করলেন লাইক

আপনাদের জানিয়ে রাখি রিয়েল মুস্কান বেবি কুইন instagram প্রোফাইল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। ৫৬১৫ লাইক নিয়ে এখন হরিয়ানার শিল্পীদের অন্যান্য ভিডিওর তুলনায় অনেক বেশি ভিউ পেয়েছে এই ভিডিওটি। বহু মানুষ মুসকানের এই নাচের প্রশংসা করেছেন। এর আগেও বহু মানুষজন এই গানের সঙ্গে রিল বানিয়েছেন, তবে এই ভিডিওটি অন্য গুলি থেকে আরও বেশি জনপ্রিয় হয়েছে।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button