সোশ্যাল মিডিয়ার পাতায় এঞ্জেল স্নেহা নামেই পরিচিত এই কিশোরী। এঞ্জেল স্নেহার বানানো একটি পুরোনো রিল ভিডিও সম্প্রতি চর্চায় উঠে এসেছে নেটজনতার একাংশের মাঝে। যেখানে স্নেহাকে ‘বৌদি কাঁচা বাদাম’ গানের তালে রিল বানাতে দেখা গিয়েছে। ভিডিওটি বানানোর সময় খোলা চুলে তার পরনে ছিল লাল-হলুদের শাড়ি। নিজের বাড়ির সামনেই এই রিল ভিডিওটি বানিয়েছিন স্নেহা। বর্তমানে এই ভিডিও পৌঁছে গিয়েছে লাখো মানুষের কাছে। বর্তমানে তার ফলোয়ার্সের সংখ্যা দেড় লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছে। স্নেহা যে এই ধরনের রিল বানাতে যথেষ্ট সাবলীল, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বোধগম্য হবে। উল্লেখ্য, এই ভিডিওটি বেশ অনেকদিন আগেই বানানো হয়েছিল, তা স্নেহার ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই বোঝা যাবে। আপাতত, সেই সূত্রেই পুনরায় চর্চিত ও প্রশংসিত স্নেহা।
VIRAL: ‘বৌদি কাঁচা বাদাম’ হলুদ শাড়িতে বাড়ির সামনে রিল বানাল সুন্দরী যুবতী, দেখুন ভিডিও
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান…

আরও পড়ুন