বালাজি টেলি ফিল্মসের পবিত্র রিসতা ধারাবাহিকের হাত ধরে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান অঙ্কিতা-সুশান্ত। ছোটপর্দার এই কাপল রিল লাইফ থেকে রিয়েল লাইফের লাইফ পার্টনার হয়ে ওঠে। টানা ছয় বছরের সম্পর্ক বহাল তবিয়তে রাজ করলেও ব্রেকআপ দিয়েই ইতি টানেন এই দুই তারকা। তবে, পুরোনো স্মৃতি রোমন্থন করেই সময় কাটছে অঙ্কিতার আর সুশান্তের ভক্তদের। কখনো সুশান্তের জন্য ১০০০ টি চারাগাছ লাগিয়েছেন তো কখনো দুজনের কোন শ্যুটিং এর ক্লিপিংস তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ার পর্দায়। চলুন দেখে নিই সুশান্ত-অঙ্কিতার পুরনো ভিডিওর ঝলক।Time flies fast . Life goes on at its own pace But some memories can never be forgotten of our dearest ones. You will always remain in our thoughts Sushant . #Justice4SSRIsGlobalDemand #itsalready3monthstoday @shwetasinghkirt @vikirti @jainvick pic.twitter.com/Ij452X02Qk
— Ankita lokhande (@anky1912) September 14, 2020
View this post on Instagram