Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুশান্তের প্রেমে আছন্ন অঙ্কিতা, ভুলতে পারছেন না পুরনো স্মৃতি, ভিডিও ভাইরাল

১৪ ই জুনের ঘটনা প্রকাশ্যে আসার পর সুশান্তের বাড়িতে যান অঙ্কিতা। এরপর গর্জে ওঠেন তিনি। সুশান্তের ন্যায়ের জন্য সরব হন অভিনেত্রী। এমনকি পরিবারের পাশেও দাঁড়ান অঙ্কিতা লোখান্ডে। এখনও সেই লড়াই…

Avatar

১৪ ই জুনের ঘটনা প্রকাশ্যে আসার পর সুশান্তের বাড়িতে যান অঙ্কিতা। এরপর গর্জে ওঠেন তিনি। সুশান্তের ন্যায়ের জন্য সরব হন অভিনেত্রী। এমনকি পরিবারের পাশেও দাঁড়ান অঙ্কিতা লোখান্ডে।
এখনও সেই লড়াই চলছে। সুশান্ত মৃত্যু কেসের ফয়সালা এখনও হয়নি, কিন্তু প্রতিবাদ ক্রমাগত চালাচ্ছেন সুশান্তের ফ্যানেরা এবং অঙ্কিতা নিজে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বালাজি টেলি ফিল্মসের পবিত্র রিসতা ধারাবাহিকের হাত ধরে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান অঙ্কিতা-সুশান্ত। ছোটপর্দার এই কাপল রিল লাইফ থেকে রিয়েল লাইফের লাইফ পার্টনার হয়ে ওঠে। টানা ছয় বছরের সম্পর্ক বহাল তবিয়তে রাজ করলেও ব্রেকআপ দিয়েই ইতি টানেন এই দুই তারকা। তবে, পুরোনো স্মৃতি রোমন্থন করেই সময় কাটছে অঙ্কিতার আর সুশান্তের ভক্তদের। কখনো সুশান্তের জন্য ১০০০ টি চারাগাছ লাগিয়েছেন তো কখনো দুজনের কোন শ্যুটিং এর ক্লিপিংস তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ার পর্দায়। চলুন দেখে নিই সুশান্ত-অঙ্কিতার পুরনো ভিডিওর ঝলক।

 

View this post on Instagram

 

A post shared by fangirl_ (@ankitalokhande_forever) on

About Author