Madhuri-Vinod: শট চলাকালীনই নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বিনোদ খান্না, সেই মুহূর্ত এখনো ভুলতে পারেননি বলিউডের মোহিনী

×
Advertisement

বলিউডের অন্দরে এমন অনেক ঘটনাই রয়েছে, যা হয়তো সবসময় সাধারণের পক্ষে জানা সম্ভব হয় না। তবে মিডিয়ার সূত্র ধরে এমন অনেক ঘটনাই প্রকাশ্যে উঠে আসে, যা শুনে রীতিমতো চমকে যেতে হয়। সম্প্রতি তেমনি একটি ঘটনা পুনরায় চর্চার আলোয়। আর যেই ঘটনার সূত্র ধরে একাংশের মাঝে আপাতত চর্চিত বিনোদ খান্না ও মাধুরী দীক্ষিত।

Advertisements
Advertisement

হিন্দি চলচ্চিত্র জগৎ-এর অন্যতম দুই প্রথম সারির তারকা হলেন বিনোদ খান্না ও মাধুরী দীক্ষিত। এনারা দুজনেই নিজের নিজের কেরিয়ারে চূড়ান্ত সাফল্য অর্জন করেছেন নিজের যোগ্যতায়। একের পর এক হিট উপহার দিয়েছেন নিজের অগণিত ভক্তমহলকে। তবে এই মুহূর্তে এক পুরোনো ঘটনার সূত্র ধরেই চর্চায় উঠে এসেছেন এই দুই তারকা। উল্লেখ্য, বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের দাপট এখনো কায়েম রেখেছেন অভিনেত্রী। তবে ২০১৭ সালে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা।

Advertisements

একটা সময়ে পর্দায় বিনোদ খান্না ও মাধুরী দীক্ষিতকে একসাথে একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘দয়াবান’, ‘মহা সারগাম’, ‘জামিন’এর মত ছবিতে একসাথে অভিনয় করেছিলেন তারা। অভিনয়ের খাতিরে অনেক ধরনের দৃশ্যে কাজ করতে হয় তারকাদের। অভিনয় করতে হয় ঘনিষ্ঠ দৃশ্যেও। আর সেই সূত্র ধরেই অনেকসময় অনেক তারকা নিয়ন্ত্রণ হারান নিজের উপর। আর এমনটাই ঘটেছিল বিনোদ খান্না ও মাধুরী দীক্ষিতের সাথে।

Advertisements
Advertisement

অভিনয়ের সূত্রেই একবার শট চলাকালীন অভিনেত্রীর সাথে ঘনিষ্ঠ দৃশ্যে ছিলেন বিনোদ খান্না। সেইসময় নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ছিলেন অভিনেতা। শট শেষ হয়ে যাওয়ার পরেও অভিনেত্রীকে ধরে রেখেছিলেন তিনি। সেই অস্বস্তিকর মুহূর্ত থেকে বেরিয়ে এলেও, পরে তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন অভিনেতা নিজেই। অবশ্য এই প্রথম নয়, এর আগেও অভিনেতা সম্পর্কে এমন ধরনের একাধিক খবর প্রকাশ্যে এসেছে, যা স্বাভাবিকভাবেই মিডিয়ার অন্যতম চর্চিত একটি বিষয়।

Related Articles

Back to top button