Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শুটিংয়ের মাঝেই ডিম্পলকে জড়িয়ে ধরে চুমু বিনোদ খান্নার, পরিচালকের কাট বলাতেও হুঁস ফেরেনি অভিনেতার

বলিউড এক বিশাল সমুদ্রের মতো। প্রতিদিন প্রতিমুহূর্তে এই সমুদ্রে ডুব লাগাচ্ছেন বহু মানুষ। তবে তাদের মধ্যে খুব কম জনই থাকেন যারা এই সমুদ্রে নিজেদের টিকিয়ে রাখতে পারেন। জায়গা করে নিতে…

Avatar

বলিউড এক বিশাল সমুদ্রের মতো। প্রতিদিন প্রতিমুহূর্তে এই সমুদ্রে ডুব লাগাচ্ছেন বহু মানুষ। তবে তাদের মধ্যে খুব কম জনই থাকেন যারা এই সমুদ্রে নিজেদের টিকিয়ে রাখতে পারেন। জায়গা করে নিতে পারেন ইন্ডাস্ট্রির পাশাপাশি দর্শকদের মনেও। সম্প্রতি তেমনি দুই তারকার নাম উঠে এসেছে চর্চায়। বিনোদ খান্না ও ডিম্পল কাপাডিয়ার অপরিচিত নয় কারোর কাছেই। একসময়ের অন্যতম পরিচিত তারকা ছিলেন তারা। এই মুহূর্তে একটি পুরনো ঘটনার সূত্র ধরেই চর্চিত এই দুই তারকা।

শোনা যায়, একটা সময় অভিনেতা সবকিছু ছেড়েছুড়ে ওশো আশ্রমে চলে যান। সেখানে মালির কাজ করতেন তিনি। তবে কামব্যাক করার পর তিনি একসাথে প্রচুর ছবির অফার পেয়েছিলেন। সেইসময় নিজের কাজ সম্পূর্ণ করার জন্য দুই শিফটে কাজ করতেন অভিনেতা। আর সেই সময় অফার পাওয়া ছবিগুলির মধ্যে অন্যতম ‘জুর্ম’, ‘প্রেমধর্ম’। সম্প্রতি যে ঘটনাটি এই মুহূর্তে চর্চার আলয়ে উঠে এসেছে সেটি ‘প্রেমধর্ম’ ছবির শুটিং চলাকালীন ঘটেছিল। এই ছবিতেই বিনোদ খান্নার বিপরীতে দেখা মিলেছিল ডিম্পল কাপাডিয়ার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মহেশ ভাট পরিচালিত ‘প্রেমধর্ম’ ছবিতে পরিচালক একটি চুম্বনের দৃশ্য রাখতে চেয়েছিলেন। আর সেই অনুযায়ী তারকাদের পাশাপাশি সব ব্যাপারটা বুঝিয়ে বলেছিলেন শুটিং সেটের সমস্ত কলাকুশলীদেরও। রাতের বেলাতেই এই দৃশ্য শুট করেছিলেন পরিচালক। বাস্তবের ছোঁয়া আনতে ক্যামেরা নিয়ে বেশ কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিলেন তিনি। সেটে কম রেখেছিলেন আলোও। এরপর পরিচালকের অ্যাকশন বলা মাত্রই অভিনেতা ডিম্পল কপাডিয়াকে জড়িয়ে ধরে চুম্বন করতে শুরু করেন। পরিচালকের কাট’ও কানে যায়নি তার। পরে পরিচালক দৌড়ে আসেন, এরপরেই হুঁশ ফেরে অভিনেতার। এই ঘটনার পর ডিম্পল শুটিং সেট থেকে সোজা নিজের মেকাপ রুমে চলে গিয়েছিলেন। পরে অভিনেতা নিজের ভুল বুঝতে পারেন। পরিচালকের কথাতে পরে অভিনেত্রীর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন বিনোদ খান্না।

About Author