যে কোন সিনেমার সাফল্যের পিছনে নায়ক এবং নায়িকা ছাড়াও যারা নেগেটিভ চরিত্রে অভিনয় করেন তাদের একটা বড় অবদান থাকে। যদি নেগেটিভ চরিত্রে কোন সিনেমায় না থাকে তাহলে কোন সিনেমায় মজা আসে না। হিন্দি সিনেমার একটি ঐতিহাসিক সিনেমা হল শোলে। এই ছবিতে গব্বরের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা আমজাদ খান। এই চরিত্রটি এই সিনেমার একটি অত্যন্ত আইকনিক চরিত্র হয়ে উঠেছিল খুব কম সময়ের মধ্যেই। তবে আজকে আমরা কথা বলব তার মেয়ের ব্যাপারে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবলিউডে চর্চা চলছে, খুব শীঘ্রই আমজাদ খানের কন্যা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছে। অভিনেত্রী ইতিমধ্যেই নিজের সৌন্দর্যের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছেন। বাবার মতোই আমজাদ খানের মেয়ে কিন্তু প্রথম থেকেই রঙ্গমঞ্চের সঙ্গে জড়িত। জানিয়ে রাখি আমজাদ খানের মেয়ের নাম অহলম। খুব শীঘ্রই তিনি অভিনেত্রী হিসেবে নিজের প্রথম ছবিতে কাজ করতে চলেছেন বলে শোনা যাচ্ছে।
তবে আপনাদের জানিয়ে রাখি আমজাদ খানের দুই ছেলের মধ্যে একজন ইতিমধ্যেই বলিউডে নাম লিখিয়েছিলেন। তার নাম ছিল শাদাব খান এবং খুব কম সময়ের মধ্যেই তিনি বলিউড থেকে হারিয়ে যান। তিনি অত্যন্ত ফ্লপ অভিনেতা হিসেবে প্রমাণিত হয়েছিলেন ইন্ডাস্ট্রিতে।
এবারে পরীক্ষা আমজাদ খানের কন্যার। খুব শীঘ্রই তিনি তার নতুন সিনেমা নিয়ে আসতে চলেছেন বলে সূত্রের খবর। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই বছরেই হয়তো তার সিনেমা রিলিজ হতে চলেছে। শোলে ছবির ভক্তদের থেকে শুরু করে নতুন যুগের সিনে লাভার, সকলেই এই ছবির জন্য অপেক্ষা করে বসে রয়েছেন।