Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিয়ের জন্য একজন পাত্রীকেই বেছে নিলেন বিক্রম এবং অঙ্কুশ! রইলো ভিডিও

টলিউডের দুই হার্টথ্রব অভিনেতা অঙ্কুশ আর বিক্রম।দুজনেই খুব ভালো বন্ধু। সুযোগ পেলেই দুজনে খুনসুটি আর মজা করতে বেশ ভালোবাসেন। দুজনে টলিউডের জয় ভীরু বলে ডাকতেও বেশ পছন্দ করে। দুই বন্ধু…

Avatar

By

টলিউডের দুই হার্টথ্রব অভিনেতা অঙ্কুশ আর বিক্রম।দুজনেই খুব ভালো বন্ধু। সুযোগ পেলেই দুজনে খুনসুটি আর মজা করতে বেশ ভালোবাসেন। দুজনে টলিউডের জয় ভীরু বলে ডাকতেও বেশ পছন্দ করে। দুই বন্ধু এই প্রথম একসাথে প্রথমবার সঞ্চালনা করছে জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ড্যান্স বাংলা ড্যান্স। আর দুজনের সঞ্চালনা আর প্রতিযোগীদের নাচের উপস্থাপনাতে জমে উঠেছে এই বারের রিয়ালিটি শোয়ের মঞ্চ।

দুজন যেমন ভালো বন্ধু তাই তাদের মনের মিল থাকাটা খুব স্বাভাবিক ব্যপার। কিন্তু তা বলে জীবনসঙ্গী হিসেবে দুইজন একজনকে বেছে নিলেন। কিন্তু একজনকে নিয়ে থাকবে কি করে। না ঐন্দ্রিলা নয় অন্য একজন রমণীকে বিয়ে করতে চান এই দুই হ্যান্ডসাম অভিনেতা। এই ড্যান্স বাংলা ড্যান্স শোয়ের মঞ্চে সারা বাংলার সামনে দুজনে এমন ঘটনা ঘটালেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ডান্স বাংলা ডান্সের অন্যতম সেরা প্রতিযোগী ডোনার নাচের পর তাঁর হাত ধরে অঙ্কুশ এবং বিক্রম দুজনেই বললেন নিজেদের বিয়ের কথা। ডোনার দুই হাত ধরে রীতিমতো টানাটানি শুরু করলেন অঙ্কুশ এবং বিক্রম। একদিকে অঙ্কুশ বলছেন তিনি ডোনা কেই বিয়ে করছেন। এমনকি এই বিয়েতে তিনি এই শোয়ের তিন বিচারক জিৎ, শুভশ্রী, আর শ্রাবন্তীকে নিমন্ত্রণও জানান অঙ্কুশ। এরপরেই ডোনার অন্য হাত ধরে বিক্রম সকলকে জানান তিনি ডোনার সঙ্গে বিয়ে করছেন এবং সকলেই যেন তাঁর বিয়েতে অবশ্যই আসেন। এরপর এদের কান্ড দেখে সকলেই হেসে ফেলেন।

না না সত্যি সত্যি কেউই ডোনাকে বিয়ে করছেনা। পুরোটাই মজার ছলে। এর আগে সকলকে হাসাতে ডোনা মজা করে প্রপোজ করেছেন বিক্রম কে, যা দেখে কাঁদতে শুরু করেছিলেন অঙ্কুশ। এবারেও অঙ্কুশ আর বিক্রম এমন ঘটনা মজা করেই ঘটালেন।
টলিউডের জয় ভীরু এমন ভাবেই মজা করে দর্শকদের আনন্দ দেন। আর দর্শকও এদের সঞ্চালনা দেখার জন্য অপেক্ষা করে থাকেন। তুমুল ভাইরাল হয় এই মজার ভিডিও।

উল্লেখ্য, অঙ্কুশ নিজের বিয়ের জন্য পাত্রী অনেক আগেই পেয়ে গিয়েছেন। ঐন্দ্রিলা আর অঙ্কুশের লাভ স্টোরি টলিউডের সকলেরই জানা। আর ঐন্দ্রিলা আর বিক্রম ও খুব ভালো বন্ধু। এরা দুজন দুবার রিল জুটি হিসেবে বাঙালী দর্শকের মন জয় করে নিয়েছে।শোনা যাচ্ছে, এই বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা। অবশ্য এখনো বিয়ের দিন ঘোষণা কেউই করেননি।

About Author