ঝলমলে আলো, আভিজাত্যের ছাপ, আর বিতর্কে ঘেরা এক নাম—বিজয় মাল্যা। ভারতীয় ব্যবসায় জগতে একসময় যিনি ছিলেন সাফল্যের প্রতীক, পরবর্তীতে তিনি হয়ে উঠেছেন বিতর্কিত আলোচনার কেন্দ্রবিন্দু। তবে বিজয় মাল্যার কন্যা তানিয়া মাল্যা বর্তমানে নিজস্ব এক ভিন্ন জগৎ গড়ে তুলেছেন, যা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল কম নয়।১৯৫৫ সালের ১৮ ডিসেম্বর কলকাতায় জন্ম নিয়েছিলেন বিজয় মাল্যা। তিনি ছিলেন ভারতীয় শিল্পপতি, রাজনীতিবিদ এবং কুখ্যাত কিংফিশার এয়ারলাইন্সের প্রতিষ্ঠাতা। ২০০৫ সালে চালু হওয়া এই এয়ারলাইন্স শুরুতে বিলাসবহুল সেবার জন্য জনপ্রিয় হয়েছিল। কিন্তু ক্রমবর্ধমান জ্বালানি খরচ, খারাপ ম্যানেজমেন্ট এবং নীতিগত জটিলতায় মাত্র সাত বছরের মাথায়, অর্থাৎ ২০১২ সালে, এর কার্যক্রম বন্ধ হয়ে যায়।এর পরেই শুরু হয় একাধিক ব্যাংক থেকে নেওয়া ঋণ সংক্রান্ত বিতর্ক। প্রায় ১৭টি ব্যাংকের কাছ থেকে ৯,০০০ কোটি টাকারও বেশি ঋণ নেওয়ার অভিযোগ ওঠে বিজয় মাল্যার বিরুদ্ধে। এয়ারলাইন্স বন্ধ হলেও তাঁর বিলাসবহুল জীবনযাপন থেমে যায়নি। ব্যক্তিগত জেট, গোয়ার ঝাঁ চকচকে পার্টি, আইপিএল টিমের মালিকানা থেকে শুরু করে ফর্মুলা ওয়ান টিম—সবই ছিল তাঁর আভিজাত্যের অংশ।২০১৬ সালে তিনি ভারত ছেড়ে চলে যান যুক্তরাজ্যে। বর্তমানে লন্ডনে বসবাস করছেন এবং মাঝে মধ্যেই মিডিয়াকে সাক্ষাৎকার দিচ্ছেন। সম্প্রতি এক পডকাস্টে তিনি দাবি করেন—“আমি চোর নই।”
তানিয়া মাল্যা কে?
বিজয় মাল্যার কন্যা তানিয়া বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন। তাঁর সম্পর্কে জনসমক্ষে তথ্য খুব বেশি নেই। তবে ইন্টারনেটে ছড়িয়ে থাকা ছবি ও তথ্য থেকে জানা যায়, তিনি মার্জিত ব্যক্তিত্ব এবং সৌন্দর্যের জন্য প্রশংসিত।

ক্যালিফোর্নিয়ায় বসবাসরত তানিয়া যুক্তরাষ্ট্র থেকে সাইকোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। তবে পেশাগত জীবন তিনি আড়ালেই রেখেছেন। ব্যক্তিগতভাবে তিনি ফটোগ্রাফি পছন্দ করেন এবং ন্যাশনাল জিওগ্রাফিকের কনটেন্টে বিশেষ আগ্রহী। প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি তাঁর অনুরাগও উল্লেখযোগ্য।যদিও তিনি সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সক্রিয় নন, কিন্তু তাঁর কিছু ছবি ও ইভেন্টে উপস্থিতি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভারতীয় মিডিয়ায় এমনকি তাঁকে “ক্যাটরিনা কাইফ বা সানি লিওনের থেকেও সুন্দরী” বলে উল্লেখ করা হয়েছে। তাঁর গ্লোয়িং স্কিন, আভিজাত্যপূর্ণ ব্যক্তিত্ব ও ফ্যাশন সেন্স তাঁকে আলাদা করে চিহ্নিত করেছে।