Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘কাকিমা আপনি আপনার ঘর সামলান’, বিদ্যা বালানকে ‘কাকিমা’ বলে বিদ্রূপ একদল নেটিজেনের

কমেন্টটা একদম এরকম ছিল "Hahahaha @vidya_balan Aunty App apna Ghar Sambhalo na !! Ye Chmacha giri karke bhi apko Movie nahi Milegi aur mil bhi gayi to Hum Ready hai…

Avatar

কমেন্টটা একদম এরকম ছিল “Hahahaha @vidya_balan Aunty App apna Ghar Sambhalo na !! Ye Chmacha giri karke bhi apko Movie nahi Milegi aur mil bhi gayi to Hum Ready hai BOYCOTT k lie” কিন্তু এরকম কেন কমেন্ট করা হল? কারণ, বিদ্যা বালান লেখেন, ” অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অকাল মৃ্ত্যু নিয়ে সংবাদ মাধ্যমে যেন সার্কাস চলছে। রিয়ার এই পরিস্থিতিতে একজন মহিলা হিসাবে আমারও হৃদয় ভেঙে যাচ্ছে। এটা কি একজন নির্দোষ যতক্ষণ না দোষী প্রমাণিত হয় সেই বিষয়, নাকি একজন দোষী যতক্ষণ না নিজেকে নির্দোষ প্রমাণ করে সেটা? একজন নাগরিকের সাংবিধানিক অধিকারের প্রতি কিছুটা সম্মান প্রদর্শন করা উচিত। আইনকে আইনের পথে চলতে দিন।”

'কাকিমা আপনি আপনার ঘর সামলান', বিদ্যা বালানকে 'কাকিমা' বলে বিদ্রূপ একদল নেটিজেনের

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর জবাবে নেটিজেনরা বিদ্যা বালানকে বিভিন্ন ভাবে কটাক্ষ করেন। সুশান্তের জন্য ন্যায় বিচার চেয়ে যারা এগিয়ে এসেছেন তাঁদের দাবি, সুশান্তের সপক্ষে কোন সেলিব্রেটি মুখ খোলেননি শুধু মাত্র কঙ্গনা রানাউত ছাড়া তবে আজ হঠাৎ রিয়া চক্রবর্তীর হয়ে কেন মুখ খুলছেন বিদ্যা বালান? যেখানে রিয়ার বিরুদ্ধে মাদক লেনদেন চক্রান্তের স্পষ্ট প্রমাণ আছে, সেখানে এই অভিনেত্রী কীভাবে রিয়ার সমর্থনে কথা বলছেন।

একজন বিদ্যা বালানকে কটাক্ষ করে লেখেন, “সুশান্তের মৃত্যুর পর যখন SSR-এর পরিবার তাঁর জন্য কাঁদছিল, তখন কি আপনার হৃদয় পাথর হয়ে গিয়েছিল! ভণ্ডামিরও একটা সীমা থাকে!” এছাড়াও একজন লেখেন, “যখন একজন ৭৪ বছরের ব্যক্তি তাঁর ছেলেকে হারান, তাতে ওনার কষ্ট হয়নি।”

About Author