সম্প্রতি আবারো নিজের বানানো একটি রিল ভিডিওর মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছেন সৌমিতৃষা কুন্ডু। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং সংলাপ ‘বাক্ত বাদাল তা হে, তো লোক ভি বাদাল যাতে হে’র সাথে ঠোঁট মিলিয়েছেন। এই সংলাপটি জেনিফার উইনগেটের কন্ঠে ভাইরাল হয়েছিল। সম্প্রতি সেই সংলাপের সাথে ভিডিও বানিয়ে নেটিজেনদের মাঝে আবারো ভাইরাল হলেন পর্দার মিঠাই। অভিনেত্রী নিজের মেকাপ রুমেই বানিয়েছেন ভিডিওটি। তার পরনে ছিল নীল ফুলহাতা সোয়েটার, হাতে ছিল ঘড়ি। খোলা চুলে, হালকা মেকাপে শুটিংয়ের ফাঁকেই রিল ভিডিওটি বানিয়েছেন মিঠাই রানী। এই ভিডিওতে তার চোখের চাহনি ছিল তীক্ষ্ণ, যা আবারো মুগ্ধ করেছে তার অগণিত ভক্তদের।
Soumitrisha Kundu: সময়ের সঙ্গে সঙ্গে মানুষও পাল্টে যায়, ভিডিওর মাধম্যে বললেন সকলের প্রিয় মিঠাই
এই মুহূর্তে টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন সৌমিতৃষা কুন্ডু। জি বাংলার পর্দায় তাকে মিঠাই চরিত্রে দেখা যায়। গত একবছর ধরে এই চরিত্রের হাত ধরেই দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন…

আরও পড়ুন