তারপর কি হল? ট্রেনে তো উঠতে পারেলেননা বরং পা পিছলে ভাসছিলেন শূন্যে! যদি আর একটু দেরি হতো তাহলে সেই ট্রেনের তলায় ঢুকে যেতেন বাদল। ছুটে এসে কোনওমতে তাঁকে উদ্ধার করেন মেদিনীপুর স্টেশন কর্মরত আরপিএফ জওয়ান সন্দীপ ধল। যমের মুখ থেকে ওই বৃদ্ধকে ফিরিয়ে আনেন। ঘটনার জেরে স্তম্ভিত হয়ে যান বাদল বাবু নিজে। কিছুটা ধাতস্ত হওয়ার পর ফের তাঁকে ট্রেনে তুলে দেন সেই আরপিএফ জওয়ান নিজে।[WATCH] ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গেলেন বৃদ্ধ,জীবন বাঁচালেন এক আরপিএফ কনস্টেবল – দেখুন সেই ভিডিও#RPF #MedinipurNews #ZEE24Ghanta pic.twitter.com/PjCmuENnvK
— zee24ghanta (@Zee24Ghanta) November 11, 2021
Viral Video: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে গেলেন এক বৃদ্ধ, বাঁচালেন আরপিএফ জওয়ান
চলন্ত ট্রেনে তড়িঘড়ি করে উঠতে গিয়ে ঘটল এক বড় বিপত্তি। একটু দেরী হলে পা পিছলে ট্রেনের তলার চলে যাওয়ার উপক্রম ছিল। ভাগ্যিস সেখানে একজন কর্তব্যরত এক আরপিএফ জওয়ান ছিলেন। সেই…

By

আরও পড়ুন
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?