Today Trending Newsআন্তর্জাতিকনিউজ

যুদ্ধের আবহে মুখোমুখি চিন ও ভারতের সেনা, ভাইরাল সংঘর্ষের ভিডিও

Advertisement
Advertisement

গত এক সপ্তাহের বেশি সময় ধরে লাদাখের গালওয়ান উপত্যকায় জারি রয়েছে উত্তেজনা। দুই দেশের মধ্যে একাধিক বার সামরিক ও কূটনৈতিক বৈঠক হলেও স্থিতাবস্থা ফেরেনি সীমান্তে। যা নিয়ে দোষারোপ, পাল্টা দোষারোপ শুরু করেছেন দুই দেশের শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্তারা। ভারতের পক্ষ থেকে সীমান্তে উত্তেজনা তৈরি করতে বারবার প্ররোচনা দিচ্ছে চিন। অন্যদিকে, চিনের দাবি, বিনা প্ররোচনায় আঘাত হেনেছে ভারত। এই আবহে দুই দেশের মুখোমুখি সংঘর্ষের এক ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

Advertisement
Advertisement

ভাইরাল হওয়া ওই ভিডিওতে (ভারত বার্তার পক্ষে যা যাচাই করা সম্ভব হয়নি) দেখা যাচ্ছে, গালওয়ান উপত্যকার সীমান্তে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে ভারত ও চিনের সেনা। সীমান্তে মুখোমুখি দাঁড়িয়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন দুই দেশের সৈন্যরা। মূলত, ভারতের বিভিন্ন ফেসবুক পেজ থেকে এই ভিডিও ভাইরাল করা হয়েছে।

Advertisement

ভারতীয়রা দাবি করেছেন, ভারতের মূল ভূখন্ডে প্রবেশ করে তা দখল করার চেষ্টা করছে চিন। বাঁকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আন্তর্জাতিক সীমানা। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতের অনেকেই, চিনের বিরুদ্ধে ভারতীয় সেনার মুখোমুখি রুখে দাঁড়ানোকে কুর্নিশ জানিয়েছেন। দেশের সার্বভৌমত্ব ও উপত্যকায় শান্তি বজায় রাখতে ভারতীয় সেনার ভূমিকার প্রশংসা করেছেন নেটিজেনরা। তবে, চিনা সৈন্যদের ভারতের ভূখন্ডে ঢোকার দাবিকে নস্যাৎ করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কোন চিনা সৈন্য ভারতের ভূখণ্ডে প্রবেশ করেনি।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button