বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি নেটজনতার মাঝে ভাইরাল হয়েছে নিজগুনে। সঞ্জয় কুমার নামের এক ব্যাক্তির টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কিছু সময় আগে শেয়ার করে নেওয়া হয়েছে এই ভিডিওটি। উল্লেখ্য এই ভিডিওর ক্যাপশনে ঐ ব্যাক্তির মুগ্ধতা ছিল স্পষ্ট।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowवाह .. लिटिल चैंप..!!
आपकी प्रतिभा को देख मन आनंदित हो जा रहा है..!
💕#VC : Social Media#PositiveVibes #art #Happiness pic.twitter.com/i89wMLbobb— Sanjay Kumar, Dy. Collector (@dc_sanjay_jas) January 25, 2023
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে এক একরত্তিকে কিশোর কুমারের ‘তেরি মেরি প্রেম কাহিনী’র তালে মন ভালো করে দেওয়া নাচ নাচতে দেখা গিয়েছে। ভিডিওটি কোনো পাহাড়ি এলাকার, তা অবশ্য ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে। কিশোর কুমারের গানের তালেই এই বাচ্চা ছেলেটিকে মনখুলে নাচতে দেখা গিয়েছে, যা দেখে মন ভালো হয়ে গেছে নেটজনতার অধিকাংশের। সেই কথা অবশ্যি ভিডিওর কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে। আপাতত এই একরত্তি একাই তার নাচ দিয়ে মন ভালো করে দিয়েছে অনেকের। আর সেই সূত্র ধরেই এখন একাংশের মাঝে চর্চায় এই ভিডিও।