সাম্প্রতিক এক ঝলকে আলিশা নামের এক যুবতীকে নিজের নাচের দুর্দান্ত প্রতিভা প্রদর্শন করতে দেখা গিয়েছে। সবুজ শিফন শাড়িতেই ‘চুনরি লাহেরায়ি’র তালেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাকে। নিজের স্টুডিওতেই এই নাচের ভিডিওটি বানিয়েছেন তিনি, তা অবশ্য তার শেয়ার করে নেওয়া ইনস্টা রিল ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। এই ধরনের ভিডিও বানাতে তিনি যে যথেষ্ট সাবলীল, তা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নজর রাখলেই স্পষ্ট হবে। এই রিল ভিডিওর সূত্র ধরেই আলিশা নিজের নাচকে পৌঁছে দিয়েছেন বহু মানুষের কাছে। অর্জন করেছেন জনপ্রিয়তাও। তার ভিডিওর অপেক্ষায় থাকেন অনেকেই তা আর আলাদাভাবে না বললেও চলবে। তবে আপাতত, নিজের এই সাম্প্রতিক শেয়ার করে নেওয়া ভিডিওর সূত্র ধরেই নিজের ভক্তদের একাংশের নজর কেড়েছেন আলিশা।
Viral Video: দেশি মেয়ে শাড়িতে এমন সেক্সি চাল দেখালেন, দেখে চোখ সরাতে পারবেন না
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান…

আরও পড়ুন