এই মুহূর্তে ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে একটি দুধ সাদা বোল্ড পোশাকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা গিয়েছে। শর্ট ট্রান্সপারেন্ট পোশাকে এদিন ফ্লন্ট করেছিলেন নিজের পারফেক্ট ফিগারও। নুড মেকাপে মেসি হেয়ারে ছিলেন অভিনেত্রী। দিয়েছিলেন ক্রেজি পোজ। সাথে নিজের লুক পূরণ করতে মানানসই স্টিলেটোতে একটি সাদা ব্লেজার ঝুলিয়ে রেখেছিলেন কাঁধে। মূল্যবান পাথরের নেকলেসও তার গলায় দেখা গিয়েছিল। কখনো বসে, আবার কখনো দাঁড়িয়েই দিয়েছিলেন পোজ। আর এই লুকেই তুলেছিলেন একাধিক ছবি। বর্তমানে সেই ঝলকের সূত্র ধরেই মিডিয়ার পাতায় চর্চিত শর্বরী, যা রীতিমতো ঘায়েল করেছে তার ভক্তমহলের একাংশকে। তার এই ঝলক দেখে একাংশের মত, এই বেশে বোল্ডনেসের দিক দিয়ে তিনি টেক্কা দিয়েছেন বলিউডের ক্যাটকেও।View this post on Instagram
ক্যাটরিনাকে টেক্কা দিচ্ছেন ভিকি কৌশলের ভাইয়ের স্ত্রী, দুধ সাদা বোল্ড পোশাকে হুঁশ ওড়ালেন
বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির পরিচিত অভিনেত্রীদের মধ্যে একজন শর্বরী বাগ। ভিকি কৌশলের ভাই সানি কৌশলের সাথেও তার নাম জড়িয়েছে। ২০২০ সালেই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেত্রী। 'দ্যা ফরগটেন…

আরও পড়ুন