Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পাবেন হাই স্পিড নেট এবং কলের সুবিধা! ১০০ টাকার কমে দুর্দান্ত প্ল্যান নিয়ে আসল VI

১০০ টাকার মধ্যে আরও দুটি দুর্দান্ত প্ল্যান নিয়ে এলো ভোডাফোন আইডিয়া। এই দুটি প্ল্যান এর দাম মাত্র ৫৯ এবং ৬৫ টাকা। ভোডাফোন আইডিয়া এর ৫৯ এবং ৬৫ টাকার রিচার্জ প্যাক…

Avatar

১০০ টাকার মধ্যে আরও দুটি দুর্দান্ত প্ল্যান নিয়ে এলো ভোডাফোন আইডিয়া। এই দুটি প্ল্যান এর দাম মাত্র ৫৯ এবং ৬৫ টাকা। ভোডাফোন আইডিয়া এর ৫৯ এবং ৬৫ টাকার রিচার্জ প্যাক এরমধ্যে আপনারা কলিং বেনিফিট এবং ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। এই দুটি প্ল্যানকে বলা হচ্ছে Vi Combo Pack।

Vi এর ৫৯ টাকার প্যাকে আপনারা ৩০ মিনিটের জন্য বিনামূল্যে লোকাল ন্যাশনাল এবং রোমিং কল করতে পারবেন। এই প্যাকের বৈধতা ২৮ দিন। তবে এখানে আপনারা কোন ডেটা বেনিফিট পাবেন না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Vi এর ৬৫ টাকার কম্ব প্যাকে ১০০ এমবি হাই স্পিড ডাটা অফার করছে ভোডাফোন। তবে এর সাথে আপনারা ৫২ টাকার টকটাইম পাবেন। এই প্লানের ভ্যালিডিটি ২৮ দিনের জন্য।

পাশাপাশি কাস্টমারদের কলিং এবং ইন্টারনেট বেনিফিট অফার করা হয় এর মাধ্যমে। কিছুদিন আগে Vi এর চেন্নাই সার্কেল এর জন্য আরও একটি ২৫ টাকার প্রিপেইড প্যাক লঞ্চ করেছিল Vi। সেখানে গ্রাহকরা ১০ মিনিটের জন্য লোকাল এস টি ডি কল করতে পারতেন।

তবে জানিয়ে রাখি, আপাতত ৫৯ এবং ৬৫ টাকার প্যাক মহারাষ্ট্র এবং গোয়া সার্কেল এর জন্য উপলব্ধ।

About Author
news-solid আরও পড়ুন