Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দর্শক ভর্তি ইডেনে খেলতে হবে বিরাটদের : সৌরভ

তড়িৎ ঘোষ : স্টেডিয়াম ভর্তি দর্শক দলের ও প্লেয়ারদের হয়ে গলা ফাটাবে এটাই আশা করেন প্রত্যেক খেলোয়াড়। টেস্ট ক্রিকেটে অন্যান্য দেশে দর্শক হলেও ভারতবর্ষে ইদানীংকালে দর্শক সংখ্যা সেভাবে হচ্ছে না।…

Avatar

তড়িৎ ঘোষ : স্টেডিয়াম ভর্তি দর্শক দলের ও প্লেয়ারদের হয়ে গলা ফাটাবে এটাই আশা করেন প্রত্যেক খেলোয়াড়। টেস্ট ক্রিকেটে অন্যান্য দেশে দর্শক হলেও ভারতবর্ষে ইদানীংকালে দর্শক সংখ্যা সেভাবে হচ্ছে না। ভরছে না স্টেডিয়াম। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনম, পুনে ও রাঁচিতে হওয়া তিনটি টেস্ট ম্যাচে দর্শক সংখ্যা ছিল প্রায় হাতে গোনা। তাই ম্যাচ শেষের পর সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে এই নিয়ে আক্ষেপ করতে শোনা যায়।

টেস্ট ম্যাচে দর্শক ভরানোর জন্য ভাবনা চিন্তা করা হয়। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি প্রস্তাব দেন নির্দিষ্ট পাঁচটি ভেনুতে টেস্ট ম্যাচ আয়োজন করার জন্য। তারই মধ্যে একটি অভিনব উদ্যোগ হল দিনরাতের টেস্ট ম্যাচ আয়োজন। এর ফলে অফিস বা স্কুল-কলেজ শেষে স্টেডিয়ামে এসে ক্রিকেটের আনন্দ উপভোগ করা যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি হওয়ার পরই তড়িঘড়ি সিদ্ধান্ত নেন ভারতবর্ষের মাটিতে দিনরাত্রির টেস্ট আয়োজন করার। সেই উদ্যোগেই আগামী শুক্রবার থেকে ইডেন গার্ডেনে হতে চলা ভারতের প্রথম গোলাপি বলের টেস্টে প্রথম তিন দিনের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তাই হাউসফুল হতে চলেছে ইডেন। এ প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন “বিরাট অত্যন্ত বড় মাপের প্লেয়ার, ও সব সময় দর্শক ভর্তি স্টেডিয়ামে খেলতে পছন্দ করে। ফুল হাউস ইডেন গার্ডেনে খেলে বিরাট অত্যন্ত আনন্দিত হবে”।

About Author