Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Minissha Lamba: লাল ড্রেসে উপচে পড়ছে যৌবন, অভিনেত্রী মিনিশার অস্বস্তিকর ভিডিও ভাইরাল

ওয়ার্ডরোব ম্যালফাংশান কথাটা খুব শোনা। বিশেষ করে নায়িকাদের সঙ্গে এটা হামেশাই হয়। ইচ্ছা অনুযায়ী ড্রেস তো শরীরে গলিয়ে দিল, কিন্তু সেই ড্রেস সবসময় ক্যারি করা সম্ভব হয় না। ক্যামেরার সামনে…

Avatar

ওয়ার্ডরোব ম্যালফাংশান কথাটা খুব শোনা। বিশেষ করে নায়িকাদের সঙ্গে এটা হামেশাই হয়। ইচ্ছা অনুযায়ী ড্রেস তো শরীরে গলিয়ে দিল, কিন্তু সেই ড্রেস সবসময় ক্যারি করা সম্ভব হয় না। ক্যামেরার সামনে একবার যদি বেফাঁস কিছু দেখা যায় তখনই সেটা ওয়ার্ডরোব ম্যালফাংশন (Wardrobe malfunction) হয়ে যায়, এই যেমন পোশাক বিভ্রাটের মুখোমুখি হলেন মিনিশা লাম্বা (Minissha Lamba)।

ভুলে গেছেন মিনিশাকে? একটা সময় দাপিয়ে কাজ শুরু করলেও অকালে হারিয়ে গিয়েছিলেন মিষ্টি মেয়ে মিনিশা। একটা সময় তিনি এলজি, সোনি, ক্যাডবেরি এবং আরও অনেক নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া, ‘বচনা অ্যায় হাসিনো’ দিয়ে মিনিশা অনেক দর্শকদের মন জিতে ছিলেন। কিন্তু, অকালে বলিউড থেকে বিদায় নেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবারে ওটিটি ওয়েব সিরিজের হাত ধরে কামব্যাক করছেন মিনিশা লাম্বা। সম্প্রতি, একটি প্রিমিয়ার শোতে হাজির ছিলেন অভিনেত্রী। সেখানে, মিনিশাকে পাওয়া যায় একটি টুকটুকে লাল শর্ট ড্রেসের সঙ্গে। কাঁধ খোলা লাল ড্রেস থেকে অভিনেত্রীর ক্লিভেজ ও শরীরের উপরিভাগ বেড়িয়ে আসে, এতেই অভিনেত্রী অস্বস্তিতে পড়েন। বারবার তিনি ড্রেস বুকের উপর টেনে তুলছিলেন। হয়তো ড্রেসটি তার একেবারেই ফিট হয়নি কিংবা এটাই হয়তো নজরে আসার একমাত্র চেষ্টা।

প্রসঙ্গত, মিনিশা যেই ওয়েব সিরিজে প্রথমবার কাজ করতে চলেছেন সেটি হল “Badtameez Dil”. এর আগে মিনিশা কাজ করেছেন ‘অ্যান্থনি কৌন হ্যায়’, ‘হনিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, ‘অনামিকা’, ‘কর্পোরেট’, ‘দশ কাহানিয়া’, ‘ভেজা ফ্রাই ২’-এর মতো একাধিক ছবিতে। এছাড়াও তাকে পাওয়া গেছে শ্যাম বেনেগাল এর ‘ওয়েল ডান আব্বা’ ছবিতে, যা পরবর্তীতে জাতীয় পুরস্কার পায়।

About Author