দেশনিউজ

মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে রাস্তার মাঝে পাঁচিল তুলে দিল এই রাজ্য

Advertisement
Advertisement

করোনা সংক্রমণে জর্জরিত গোটা বিশ্ব। পরিস্থিতি সামাল দিতে সবরকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন থেকে সাধারণ মানুষ। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যের সীমান্ত। তবে এবার সবাইকে চমকে দিয়ে অদ্ভুত সিদ্ধান্ত নিলো তামিলনাড়ুর ভেলোর জেলা। এই জেলার প্রশাসনের তরফ থেকে পার্শ্ববর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশের সাথে তুলে দেওয়া হলো দেওয়াল।দুই রাজ্যের সীমান্ত হাইওয়ের উপর পাঁচিল তুলে দিয়েছে ভেলোর জেলা প্রশাসন৷ তবে এই ব্যাপারে কিছুই জানানো হয়নি চিত্তুর জেলা প্রশাসনকে।

Advertisement
Advertisement

এই বিষয়ে চিত্তুরের জয়েন্ট কালেক্টর ডি মার্কেনদেয়ুলু জানিয়েছেন, “প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুতে অবস্থিত ভেলোর জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর৷ এই রাজ্যের চিত্তুর জেলার সঙ্গে ভেলোরের সীমান্ত রয়েছে৷ সেখাবে বসবাস করেন বহু তেলুগুভাষী মানুষ। শুধু তাই নয় ওখানে আন্তঃ সীমান্ত চেকপোস্টও রয়েছে৷ এই পরিস্থিতিতে এই দুই রাজ্যের মধ্যে এভাবে পাঁচিল তুলে দেওয়া সত্যিই বিস্ময়কর এবং অপ্রত্যাশিত। এই বিষয়ে আমরা উপর মহলকে জানিয়েছি।”

Advertisement

দুই রাজ্যের মধ্যে যাতায়াত বিভিন্ন সময় জরুরি হয়ে ওঠে। সাথে পড়াশোনা এবং চিকিৎসার জন্য এক রাজ্যের মানুষ অন্য রাজ্যের ওপর নির্ভরশীল। এই অবস্থায় বিনা আলোচনায় এভাবে পাঁচিল তোলায় রীতিমতো ক্ষুব্ধ চিত্তুরের প্রশাসনিক কর্তারা। তবে ভেলোর জেলার প্রশাসনের তরফ থেকে কালেক্টর এ শনমুগা সুন্দরম এই বিষয়ে বলেন, “একান্ত জরুরি প্রয়োজনের জন্য বিকল্প পথ রয়েছে৷ লকডাউন চলাকালীন যাতে কেউ প্রবেশ করতে না পারে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউন উঠে গেলেই এই পাঁচিলও ভেঙে দেওয়া হবে।”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button