Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Oops Moment: ছবির প্রচারে আলিয়াকে কোলে তুলে নিলেন বরুণ, পোশাকের কারণে লজ্জায় অভিনেত্রী

এই মুহূর্তে মিডিয়ামহলে নিজের বেবি বাম্পের সূত্র ধরেই তুমুল চর্চায় রয়েছেন মহেশ ভাট কন্যা ও কাপুর পরিবারের নতুন পুত্রবধূ আলিয়া ভাট। উল্লেখ্য কয়েকদিন আগেই রণবীর-আলিয়া অভিনীত 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পেয়েছে বড়পর্দায়।…

Avatar

এই মুহূর্তে মিডিয়ামহলে নিজের বেবি বাম্পের সূত্র ধরেই তুমুল চর্চায় রয়েছেন মহেশ ভাট কন্যা ও কাপুর পরিবারের নতুন পুত্রবধূ আলিয়া ভাট। উল্লেখ্য কয়েকদিন আগেই রণবীর-আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেয়েছে বড়পর্দায়। সেই নিয়েও কম চর্চায় নেই অভিনেত্রী। বিয়ের পর অনস্ক্রিন জুটি হিসেবে রণবীর কাপুরের সাথে এটি তার প্রথম ছবি। যার জন্য দীর্ঘদিন ধরেই চর্চা চলছে এই ছবি নিয়ে। একটা সময় ছিল যখন নিজের পোশাকের জন্য প্রায়ই চর্চায় থাকতেন আলিয়া ভাট। সম্প্রতি নিজের ছবির এক পুরনো প্রচার ভিডিওর সূত্র ধরেই চর্চায় উঠে এসেছেন আলিয়া।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ার পাতায় ‘পিআর বলিউড’ নামের ইউটিউব চ্যানেল থেকে আলিয়া ভাটের ক্যামেরার সামনের অন্যতম অস্বস্তির মুহূর্ত হিসেবে এক মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছিল। উল্লেখ্য, ‘হামটি শর্মা কি দুলহানিয়া’র প্রচারে বরুণ ধাওয়ানের সাথে ছবির অভিনেত্রী হিসেবে উপস্থিত ছিলেন আলিয়া ভাটও। আর সেখানেই নিজের পোশাকের কারণে লজ্জায় পড়েছিলেন তিনি। সম্প্রতি সেই ঝলকই নেটমাধ্যমের পাতায় তুমুল ভাইরাল হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আলিয়া ভাটের ড্রেসিং সেন্স শুরু থেকেই পছন্দ তার ভক্তদের। তবে কখনো কখনো নিজের ইউনিক পোশাকের কারণেই চর্চায় থাকেন তিনি। ‘হামটি শর্মা কি দুলহানিয়া’র প্রচারে বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট দুজনেই চরিত্রের সাজে উপস্থিত হয়েছিলেন। পাপারাজিৎদের সামনে পৌঁছেই মজার ছলে অভিনেতাকে কোলে তুলে নিয়ে পোজ দিতে দেখা গিয়েছিল তাকে। অভিনেতাও চুপ থাকেননি। তিনি ও সুযোগ বুঝে কোলে তুলে নিয়েছিলেন আলিয়াকে। আর সেই সময়ই কিছুটা অস্বস্তিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

সেদিন প্রচারে সাবেকি সালোয়ার সুট ও ট্রান্সপারেন্ট সালোয়ার-প্যান্টে ছিলেন অভিনেত্রী, যার জন্য এই অস্বস্তির মুহূর্ত তৈরি হয়েছিল। তার এই ট্রান্সপারেন্ট সালোয়ার প্যান্টের জন্য ক্যামেরায় ভিতরের অন্তর্বাস রীতিমতো ফুটে উঠেছিল। গোটা ভিডিওটি ভালোভাবে দেখলেই তার ঝলক মিলবে। এই মুহূর্তে এই পুরনো প্রচার ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় আলিয়া। আপাতত তার ভক্তমহলের সকলেই তার কাছ থেকে সুখবর শোনার আশায় দিন গুনছেন।

About Author