Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সাতপাকে বাঁধা পড়লেন বরুণ ধাওয়ান, ভাইরাল হল বরুণ-নাতাশা’র পুরোনো ছবি

24 শে জানুয়ারি দুপুরে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা বরুণ ধাওয়ান (varun Dhawan) ও তাঁর দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালাল(Natasha Dalal)। শৈশবের সম্পর্ক অবশেষে পেল পরিণতি। 24 শে জানুয়ারি সঙ্গীত ও মেহেন্দির…

Avatar

24 শে জানুয়ারি দুপুরে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা বরুণ ধাওয়ান (varun Dhawan) ও তাঁর দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালাল(Natasha Dalal)। শৈশবের সম্পর্ক অবশেষে পেল পরিণতি। 24 শে জানুয়ারি সঙ্গীত ও মেহেন্দির অনুষ্ঠান সম্পন্ন হয়। 25 শে জানুয়ারি সকালে ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। বরুণ গায়ে হলুদের অনুষ্ঠানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিতে বরুণকে সর্বাঙ্গে হলুদ উবটান মেখে সানগ্লাস পরে পেশিবহুল শরীরে পোজ দিতে দেখা যাচ্ছে। বরুণ বিয়ের অনুষ্ঠানের কিছু ছবিও শেয়ার করেছেন। ছবিগুলিতে দেখা যাচ্ছে বরুণ ও নাতাশার পরনে রুপোলি-সাদা কম্বিনেশনের জমকালো বিয়ের পোশাক। বরুণ ও নাতাশার পরিবার ছাড়াও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শশাঙ্ক খৈতান (sashank khaitan), করণ জোহর (karan johar), মণীশ মালহোত্র (manish malhotra), কুণাল কোহলি (kunal kohli)। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা কাইফ (Katrina kaif), দীপিকা পাড়ুকোন( Deepika padukone), রণবীর সিং (Ranveer singh), টাইগার শ্রফ (Tiger shroff)-রা।বরুণ ও নাতাশার বিয়েতে করোনা বিধি মেনে পঞ্চাশ জন অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। বরুণের বিয়েতে অতিথিদের জন্য ছিল স্যানিটাইজার, ও মাস্কের ব্যবস্থাও। এছাড়াও বিয়ের আসরে প্রবেশের আগে অতিথিদের কোভিড টেস্টের রিপোর্ট জমা দিতে হয়েছে বরুণ-নাতাশার ওয়েডিং প্ল‍্যানারকে। ‘দি ম্যানসন হাউস ‘-এ অবাঞ্ছিত ভিড় এড়াতে ছিল কড়া পুলিশি প্রহরা। এমনকি মিডিয়ার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল বিয়ের আসরে। হোটেল কর্মীদের মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি যাতে ফাঁস না হয়, তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন বরুণ ও নাতাশার পরিবার।হাই স্কুলে পড়াকালীন তৈরী হয়েছিল বরুণ ও নাতাশার সম্পর্ক। এদিন বিয়ের ছবিগুলি ইন্সটাগ্রামে শেয়ার করে বরুণ লিখেছেন, তাঁদের ভালোবাসা অবশেষে স্বীকৃতি পেল। এর মধ্যেই বরুণের ফ্যান পেজ থেকে বরুণ ও নাতাশার কলেজ জীবনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার সঙ্গে কোলাজ করা হয়েছে তাঁদের বিয়ের ছবিটি।
About Author