Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টাকার অভাব, অভিনেতার কাছে থেকে এ কী করলেন সারা আলি খান, ভাইরাল ভিডিও

লকডাউনে অনেকেরই পকেট গড়ের মাঠ। সাধারণ মানুষের পকেট খালি থাকবে স্বাভাবিক, কিন্তু সেলিব্রিটিদেরও একই অবস্থা! এও সম্ভব! তাঁর উপর নবাব কন্যা টাকা চাইছেন বরুণ ধাওয়ানের থেকে। কিন্তু কেন? সম্প্রতি নবাব…

Avatar

লকডাউনে অনেকেরই পকেট গড়ের মাঠ। সাধারণ মানুষের পকেট খালি থাকবে স্বাভাবিক, কিন্তু সেলিব্রিটিদেরও একই অবস্থা! এও সম্ভব! তাঁর উপর নবাব কন্যা টাকা চাইছেন বরুণ ধাওয়ানের থেকে। কিন্তু কেন? সম্প্রতি নবাব কন্যা সারা তাঁর ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি বরুণকে বলছেন, ‘নক নক, ক্যাশ? ‘বরুণ বলছেন কিসের ক্যাশ? সারা বলছেন দিওয়ালির জন্য দেবে। এই মজার ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়। চলুন দেখে নিই আগে ভিডিওটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিওটি মজার ছলেই বানিয়েছেন সারা তা স্পষ্ট। খুব স্বাভাবিক। সারা ইতিমধ্যে বেশ কয়েকটি ফিল্মে অভিনয় করে ফেলেছেন। পাশাপাশি সারার বাবা সাইফ আলি খান একের পর এক শ্যুটিং করে চলেছেন। বর্তমানে তিনি হিমাচল প্রদেশে রয়েছেন ‘ভূত’ ছবির শ্যুটিং এর জন্য। পাশাপাশি ৮০০ কোটি টাকা দিয়ে পতউদি রাজপ্রাসাদ কিনে নেন সাইফ। সুতরাং পকেট যে গরম তা স্পষ্ট। এদিকে বরুণ ধাওয়ানের সঙ্গে প্রথমবার অভিনয় করছেন সারা আলি খান। ‘কুলি নম্বর ওয়ান’ ছবির শ্যুটিং শেষ হয়েছে অনেক আগেই। ১৯৯৫ সালের ছবি ‘কুলি নম্বর ওয়ান’-এর রিমেক এই ছবি। এই ছবিটি মে মাসে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু লকডাউনের জন্য তা পিছিয়ে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ছবির প্রোমোশনে নেমে গিয়েছেন সারা-বরুণ। সব কিছু ঠিক থাকলে আগামী মাসের ২৫ তারিখ অর্থাৎ ২৫ শে ডিসেম্বর মুক্তি পাবে ডেভিড ধাওয়ানের ‘কুলি নম্বর ওয়ান’।

About Author