উল্লেখ্য বরুণ ধাওয়ানের সাথে অভিনয়ের মাধ্যমেই বলিউডে ডেবিউ ঘটতে চলেছে তার। শুটিংয়ের ফাঁকে এই দুই তারকা এই ইনস্টারিলটি বানিয়েছেন। কয়েকদিন আগেই অভিনেত্রী নিজের ইনস্টা স্টোরি’তে একটি ছবি শেয়ার করে সকলকে গেস করতে বলেছিলেন তিনি কার সাথে শুটিং করছেন? এর পরেই তিনি ‘হ্যাশট্যাগ দ্যা রক’ লিখেছিলেন। বর্তমানে এটুকু স্পষ্ট খুব শীঘ্রই এই দুই তারকাকে দেখা যেতে চলেছে একইসাথে।এমনকি শান্তনু বাগচী পরিচালিত ‘মিশন মজনু’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রশ্মিকাকে। এছাড়াও ‘গুডবাই’ ছবিতে বলিউডের বচ্চন সাহেবের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে। আপাতত, অভিনেত্রীর অগণিত ভক্তরা তাকে বলিউডের ছবিতে দেখার অপেক্ষায় দিন গুনছেন। বলাই বাহুল্য, বর্তমানে দক্ষিণের পাশাপাশি বলিউড কাঁপাতে চলেছেন রশ্মিকা। এই মুহূর্তে ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম।
সমুদ্র সৈকতে উদ্দাম নাচ বরুণ ধাওয়ান ও রশ্মিকার, নাচের ভিডিও দেখে খুশি ভক্তরা
বর্তমানে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন রশ্মিকা মন্দনা। তিনি ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী অভিনেত্রী। 'পুষ্পা: দ্যা রাইজ' ছবিতে অভিনয় করার পর দর্শকমহলে এক অন্যমাত্রায় জনপ্রিয়তা পেয়েছেন তিনি।…

আরও পড়ুন