বন্দে ভারত ট্রেনের পর এবারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিয়ে এলেন আরও এক নতুন চমক। এবারে ভারতীয় রেল আনতে চলেছে নতুন বন্দে মেট্রো। বুধবার নতুন হাইড্রোজেন চালিত ট্রেনের ঘোষণা করে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বড় শহরগুলি থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার এর মধ্যে যে সমস্ত শহর তলি রয়েছে সেগুলিকে যুক্ত করার জন্য এই ট্রেন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে তিনি বললেন, ‘বড় শহরগুলি থেকে আশেপাশে ৫০ থেকে ৬০ কিলোমিটার এলাকাগুলি থেকে বহু মানুষ প্রতিদিন কাজের জন্য যাতায়াত করেন। তাদের জন্য সুবিধা জনক এবং দ্রুত যাতায়াতের মাধ্যমে হিসেবে এই বন্দে মেট্রো ট্রেন তৈরি করা হবে। রাজ্যের মধ্যেই বিভিন্ন এলাকায় সহজে যাতায়াত করার জন্য এই ট্রেন ব্যবহার করা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবনা অনুযায়ী ভারতে এই ট্রেন নির্মাণ করা হবে।’
রেলমন্ত্রী আরও জানিয়েছেন, শহরের আশেপাশের শহরতলী এলাকাতে বহু মানুষ থাকেন এবং তারা প্রতিদিন কাজের জন্য শহরে আসেন। কিন্তু তাদেরকে নির্ভর করতে হয় শুধুমাত্র ট্রেনের উপর। কেমন আছো তাদের জন্য এই মেট্রো চালু করার ভাবনাচিন্তা নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। তবে এই মেট্রোতে চলার জন্য খুব একটা বেশিদিন অপেক্ষা করতে হবে না। ২০২৩ সালের মধ্যে এই মেট্রোর নকশা তৈরি করার কাজ শেষ হয়ে যাবে শীঘ্রই তৈরি হয়ে যাবে প্রোটোটাইপ। তারপর ২০২৪ সালে পুরোদমে উৎপাদন শুরু হবে এই ট্রেনের।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowরেলমন্ত্রী জানিয়েছেন, অনেকটা দ্রুতগামী শাটেলের মত হবে এই ট্রেন। বিশ্বমানের প্রযুক্তি দিয়ে এই ট্রেন নির্মাণ করা হবে। তবে এখনো পর্যন্ত রেল কর্তারা এই ট্রেন নিয়ে মুখ খুলতে নারাজ। তবে তারা জানিয়েছেন সম্ভবত আটটি কোচ থাকবে এই মেট্রোতে। পরিচিত মেট্রো ট্রেনের মত হবে এই ট্রেন। নিত্যযাত্রীদের আরাম এবং দ্রুত যাতায়াতের ব্যবস্থা করবে এই ট্রেন। সবদিক বিচার করে খুব শীঘ্রই এই ট্রেন ভারতে চালু করার ভারতীয় রেলওয়ে।