টেক বার্তাToday Trending Newsদেশনিউজ

অবশেষে উৎপাদন শুরু হল বন্দে ভারত ‘স্লিপার ক্লাস’ ট্রেনের, এই দিন থেকে ছুটবে নতুন প্রজন্মের রেল

২০২৪ সালের মার্চ মাসে প্রথম যাত্রীবাহী স্লিপার বন্ধে ভারত এক্সপ্রেস অপারেট করা হতে পারে ভারতীয় রেলের দ্বারা।

Advertisement
Advertisement

পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে যোগাযোগ ব্যবস্থার মধ্যে ভারতের অবস্থান এই মুহূর্তে তৃতীয়। লোকাল এবং এক্সপ্রেস ট্রেন মিলিয়ে এই মুহূর্তে ভারতে প্রতিদিন প্রায় ১৬,০০০ ট্রেন অপারেট করে রেলওয়ে অফ ইন্ডিয়া। এই বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে প্রায় ৩ কোটি মানুষ প্রতিদিন নিজেদের গন্তব্যে পৌঁছান। শুধু তাই নয়, প্রতিদিন প্রায় ১,০০০ মালগাড়ি অপারেট করা হয় রেলওয়ে অফ ইন্ডিয়ার দ্বারা। আর এই বিশাল কর্মযজ্ঞ নিয়ন্ত্রিত হয় প্রায় ১২ লাখ কর্মচারীর দ্বারা।

Advertisement
Advertisement

ইতিপূর্বে ভারতীয় রেলের ইতিহাসে সবচেয়ে দ্রুতগামী ট্রেন হিসেবে নাম লিখিয়েছিল রাজধানী এক্সপ্রেস। পাশাপাশি, দুরন্ত এক্সপ্রেসের নামও ছিল সেরাদের তালিকায়। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে ভারতীয় রেলে বন্দে ভারত এক্সপ্রেস সংযুক্ত করার পর থেকে দ্রুতগতির ট্রেনের চিত্রটা পাল্টেছে আশ্চর্যজনকভাবে। বর্তমানে ভারতীয় রেলওয়ে সবচেয়ে দ্রুতগামী ট্রেন হিসেবে ব্যবহার করছে বন্দে ভারত এক্সপ্রেস।

Advertisement

তবে এতদিন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে যাত্রীরা বসে ভ্রমণ করতে পারলেও এই প্রথমবার বন্দে ভারত স্লিপার কোচ নিয়ে আসতে চলেছে ভারতীয় রেলওয়ে। ICF জিএম বিজি মাল্য এবং BML সিএমডি শান্তনু রায়ের উপস্থিতিতে BEML-এর ব্যাঙ্গালোর কমপ্লেক্সে বন্দে ভারত স্লিপার রেলের উৎপাদন শুরু হয়েছে। আর রেলের এই বিশেষ কোচের উৎপাদনে সাহায্য করছে চেন্নাই রেলওয়ে ওয়াকসপ।

Advertisement
Advertisement

এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালের মার্চ মাসে প্রথম যাত্রীবাহী স্লিপার বন্ধে ভারত এক্সপ্রেস অপারেট করা হতে পারে ভারতীয় রেলের দ্বারা। যদি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের ডিজাইনের কথা বলি, তবে এতে সিট অ্যারেসমেন্ট ছাড়া বাকি সব ফির্চাস বর্তমানে অপারেট হওয়া বন্ধে ভারতের মতই থাকবে। তবে বন্ধ ভারত স্লিপার এক্সপ্রেসে ১৬টি কোচ থাকবে। যেখানে ১টি AC 1st TIER, ৪টি AC 2nd TIER এবং ১১টি AC 3rd TIER সিট অ্যারেসমেন্ট থাকবে। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস মূলত দূরপাল্লার রুটে চালানো হবে। যা সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম হবে।

Advertisement

Related Articles

Back to top button