Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railways: আসানসোল থেকে পুরী পর্যন্ত দৌড়াবে বন্দে ভারত এক্সপ্রেস? জেনে নিন খবরের সত্যতা

অনেক রাজ্যের মত পশ্চিমবঙ্গেও চলছে বন্দে ভারত এক্সপ্রেসের ঝড়। ইতিমধ্যে কয়েকটি রুটে যাত্রীদের পরিষেবা দিচ্ছে এই সেমি বুলেট ট্রেন। তবে বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই আরও…

Avatar

অনেক রাজ্যের মত পশ্চিমবঙ্গেও চলছে বন্দে ভারত এক্সপ্রেসের ঝড়। ইতিমধ্যে কয়েকটি রুটে যাত্রীদের পরিষেবা দিচ্ছে এই সেমি বুলেট ট্রেন। তবে বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই আরও একটি বন্ধে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। আর এই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে ট্রেনটির সম্ভাব্য রুট নিয়ে জল্পনা শুরু হয়েছে মিডিয়া পাড়ায়।

বর্তমানে বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ যে নতুন বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে সেটি আসানসোল থেকে বাঙালির অন্যতম সেরা প্রাণকেন্দ্র পুরী পর্যন্ত চালানো হবে। আজ্ঞে হ্যাঁ, এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন মিডিয়ার তথ্যে। আপনি জানলে অবাক হবেন, নতুন বন্দে ভারত এক্সপ্রেসের রুড নিয়েও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম পোস্ট শেয়ার করা হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে, যাত্রাপথে এই ট্রেনটি আসানসোল এবং পুরী ছাড়াও আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বালেশ্বর, কটক, ভুবনেশ্বরে স্টপেজ দেবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়া সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একাধিক পোস্টে দাবি করা হচ্ছে, ট্রেনটি সকাল ৬:১৫ মিনিটে আসানসোল থেকে ছাড়বে এবং পুরী পৌঁছবে দুপুর ১টায়। ফেরার পথে ২:৪০ মিনিটে পুরী থেকে ছাড়বে এবং আসানসোল এসে পৌঁছবে রাত ১০:৩৫ মিনিটে। এমনকি, আসানসোল-পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের টাইম টেবিলের ছবিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

তবে সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়ানো এই সমস্ত তথ্য আদৌ সত্যি কি? বিষয়টি জানতে আসানসোল রেল ডিভিশনে যোগাযোগ করা হলে সেখান থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমানে এই ধরনের কোন পরিকল্পনা নেই ভারতীয় রেলের। সোশ্যাল মিডিয়ায় যে তথ্য ঘুরে বেড়াচ্ছে, সেটি সম্পূর্ণ কাল্পনিক।

About Author