Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Vande Bharat Express: মাত্র ৩০ টাকায় চড়তে পারবেন বন্দে ভারত এক্সপ্রেসে, নতুন স্কিম নিয়ে এল ভারত সরকার

বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং এশিয়ার সবথেকে বড় রেলওয়ে নেটওয়ার্ক এই মুহূর্তে রয়েছে ভারতের কাছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে করে যাতায়াত করে থাকেন বিভিন্ন জায়গায়। যাত্রী পরিষেবা উন্নত করতে প্রতিদিন…

Avatar

বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং এশিয়ার সবথেকে বড় রেলওয়ে নেটওয়ার্ক এই মুহূর্তে রয়েছে ভারতের কাছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে করে যাতায়াত করে থাকেন বিভিন্ন জায়গায়। যাত্রী পরিষেবা উন্নত করতে প্রতিদিন নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছে ভারতীয় রেলওয়ে। এখন শুধুমাত্র ভারতের অন্যান্য রাজ্য নয় পশ্চিমবঙ্গ থেকেও প্রচুর বন্দে ভারত ট্রেন চালানো হচ্ছে। অনেকেই ইতিমধ্যেই বন্দে ভারত ট্রেনে চড়েছেন আবার কেউ কেউ এমন রয়েছেন যারা এই ট্রেনে চড়ার প্ল্যানিং করতে শুরু করেছেন। আপনিও যদি এই দলে পড়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুণ খবর। এবারে কিন্তু বাসের মতো ভাড়াতে আপনি বন্দে ভারত ট্রেনের মত একটা প্রিমিয়াম ট্রেনে সফর করতে পারবেন।

সম্প্রতি ভারতীয় রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে কেরালাতে দশটি নতুন বন্দে ভারত ট্রেন চালানো হবে। এছাড়াও আগামী বছর থেকে চালু হতে পারে বন্দে ভারত স্লিপার ট্রেন। ডিসেম্বর বা নতুন বছর থেকে এই নতুন ট্রেন চালু হবে বলে জানা যাচ্ছে যেখানে যাত্রীরা এই দূরপাল্লার ট্রেন করে যাত্রা করতে পারবেন এবং আরামদায়ক সিটে শুয়ে যাত্রা করতে পারবেন। পাশাপাশি পাওয়া যাবে সমস্ত ধরনের আধুনিক সুবিধা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে এই নতুন এক্সপ্রেস ট্রেনের ন্যূনতম ভাড়ার ধার্য করা হয়েছে ৩০ টাকা। অর্থাৎ আপনি ৩০ টাকা দিয়ে বন্দে ভারত ট্রেনের সফর করতে পারবেন। এছাড়াও মাসিক টিকিটের অফার আনা হয়েছে যেখানে যাত্রীরা এক টিকিটে ২০ বার পর্যন্ত যাত্রা করতে পারবেন। মাধুরী টিকিটের ক্ষেত্রে দাম অনেকটা কম হলেও সুবিধা একই রকম। যদি আপনি গুজরাটের ভুজ থেকে আমেদাবাদ যেতে চান তাহলে আপনার টিকিটের ভাড়া মাত্র ৪৩০ টাকা হবে। তবে এর সঙ্গে জিএসটি আপনাকে দিতে হবে।

About Author