Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুখবর! পুরনো মান্থলিতেই চড়া যাবে লোকাল ট্রেনে, বাড়ানো হবে টিকিটের মেয়াদ

রাজ্যে প্রায় সাড়ে সাত মাস পর ১১ ই নভেম্বর, বুধবার লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে। করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে হঠাৎই লকডাউন শুরু হয়ে যায় ও রেল পরিষেবা বন্ধ করে…

Avatar

রাজ্যে প্রায় সাড়ে সাত মাস পর ১১ ই নভেম্বর, বুধবার লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে। করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে হঠাৎই লকডাউন শুরু হয়ে যায় ও রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ বন্ধ হওয়ায় অনেক যাত্রী মান্থলি বা সিজিন টিকিটের টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। অনেকেই তিন মাস বা ছয় মাসের জন্য একেবারে টিকিট কেটে নেয়। সেই জন্য যারা লকডাউন এর কিছু আগেই মান্থলি বা সিজিন টিকিট কিনেছিল তাদের লকডাউন মধ্যবর্তী সময়ে সেই টিকিটের মেয়াদ ফুরিয়েছে।

 

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যাত্রীরা আশঙ্কা করছিল তাদের মান্থলি বা সিজিন টিকিটের টাকা হয়তো বৃথা যাবে। কিন্তু রেল একটি ঘোষণার মাধ্যমে যাত্রীদের আশ্বস্ত করে। রেল জানিয়েছে, ট্রেন বন্ধ থাকার সময় যে সমস্ত যাত্রীদের টিকিটের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের সেই মেয়াদ পুনরায় বাড়িয়ে দেওয়া হবে। আপাতত এখন পুরনো সিজিন টিকিটেই যাত্রীরা ট্রেনে উঠতে পারবে।

 

লকডাউন শুরু হওয়ার পর যে যাত্রীর টিকিটের মেয়াদ যতদিন বাকি ছিল ঠিক ততদিনই মেয়াদ বৃদ্ধি পাবে। এক মাস,তিন মাস বা ছয় মাসের মেয়াদেরও টিকিট একবারে কেটে রাখেন লোকাল ট্রেনের বহু যাত্রী৷ রেলে তরফ থেকে জানানো হয়েছে রেলের টিকিট কাউন্টার এই সিজিন টিকিটের মেয়াদ বাড়ানো যাবে। এরপর সেই টিকিট কাউন্টারে ভিড় হতে পারে এই আশঙ্কায় আগামী সোমবার ৮ তারিখ থেকেই রেলের কাউন্টার গুলি খুলে দেওয়া হবে বলে জানিয়েছে রেল। তারা কোনরকমে রেলের কাউন্টারে ভিড় করে করোনা স্বাস্থ্যবিধি ভাঙতে চায় না।

About Author