২০০৮ এর টানটান উত্তেজনা আর মিষ্টি গল্পে ভরপুর ‘উত্তরণ’ (Uttaran) ধারাবাহিকের কথা নিশ্চয় অনেকের মনে আছে। ওই ধারাবাহিকের প্রধান দুই চরিত্র ইচ্ছা ও তাপস্যা দর্শকদের কাছে খুবই জনপ্রিয় ছিল। অভিনেত্রী টিনা দত্ত এবং রশ্মি দেশাই এই ধারাবাহিকের হাত ধরে বহু দর্শকের ঘরে ঘরে পৌঁছে যায়, কিন্তু এই দুই চরিত্রের ছোট বেলার দুই মিষ্টি মেয়েকেও দর্শকরা সমান ভাবে আপন করে নেয়, বিশেষ করে ছোট্ট ইচ্ছার মিষ্টি হাসি আর ওর কাহিনী অনেকের মনে ছাপ ফেলে। দুটি বিনুনিওয়ালা সেই কিউট মেয়েটির নানান আবদার, দুঃখ, সহানুভূতি, বন্ধুত্ব দেখে দর্শকরা সেই সময় ইচ্ছার বন্ধু হয়ে ওঠে। যারা নিয়মিত এই ধারাবাহিক দেখতেন তাদের কাছে ছোট ইচ্ছা ওরফে স্পর্শ খানচান্দানি (Sparsh Khanchandani) তাদের ঘরের মেয়ে হয়ে ওঠে।
এখন সেই কিউট সি ইছা অর্থাৎ স্পর্শ খানচান্দানি কিন্তু আর ছোট্টটি নেই, তবে তার হাসি এখনও আগের মতন চওড়া রয়েছে। সম্প্রতি, অভিনেত্রী তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যা দেখে তার বয়স অনুমান করা যাচ্ছে ২২ বা ২৩। এখনও সেই কিউট সি ইছা একই রকম কিউটই রয়েছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
কালার্স এ সম্প্রচারিত হিন্দি ধারাবাহিক ‘উত্তরণ’ দিয়ে অভিনয় জগতে বিশেষ পরিচিতি পেলেও, পরবর্তীতে বেশ কিছু হিন্দি প্রজেক্টে কাজ করেছেন, যেমন – ‘Vikram Betaal Ki Rahasya Gaatha’, গুলাল এবং নাচ বলিয়ের মতো রিয়েলিটি শোতে তাঁকে দেখা গিয়েছিল। এমনকি, এই অভিনেত্রী লুসি লিউ পরিচালিত মীনা: হাফ দ্য স্কাই নামে একটি হলিউড ছবিতেও অভিনয় করেছেন। এছাড়া, রানি মুখার্জি অভিনীত হিচকি ছবিতে ওরু চরিত্রে অভিনয় করেছেন এই কিউট সি ইছা ওরফে স্পর্শ খানচান্দানি (Sparsh Khanchandani)। কাজ করেছেন 3d animation সিনেমা Shivalika তেও। Ego – That Differs নামে একটি শর্ট ফিল্মেও অভিনয় করেছেন তিনি। তবে, শুধু অভিনয় নয় ডাবিং ফিল্ডেও দুর্দান্ত স্পর্শ। যারা Sofia the First দেখেছেন, সেই আমেরিকান কাল্পনিক সিরিজে স্পর্শ Princess Sofia চরিত্রে ডাবিং করে যথেষ্ট পরিচিতি পেয়েছেন।
এখনও সেই দুই বিনুনিওয়ালা মেয়ে কিন্তু যথেষ্ট স্টাইলিশ হয়ে উঠেছেন। তার সোশ্যাল মিডিয়া চোখ রাখলেই দেখা যায় তার একাধিক পোস্ট যা আপনার নজর কাড়বেই।