Categories: দেশনিউজ

থমকে গেল উত্তরখন্ডের উদ্ধারকাজ, ফুলে ফেঁপে উঠছে নদী

Advertisement

Advertisement

চামোলি: উত্তরাখণ্ডে (Uttarakhand) বিপর্যয়ের জেরে এখনও পর্যন্ত বিপর্যস্ত বহু মানুষ। নিখোঁজ অনেকেই। চলছে উদ্ধারকাজ। তবে একাধিক নদী ফুলে ফেঁপে ওঠায় উদ্ধারকার্যে পড়ল বাধা।

Advertisement

ইতিমধ্যে, নদী সংলগ্ন এলাকা ফাঁকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। তাপবিদ্যুৎ কেন্দ্র ও পাঁচটি সেতু ভেসে যায় জলের তোড়ে। ২০০ মানুষ প্রায় নিখোঁজ হয়ে যান। উত্তরাখণ্ডের চামোলি জেলায় নদীর স্রোতে ভেসে গেছে প্রচুর দেহ। প্রসাসন আশঙ্কা করছে ৩০ জনের বেশি আটকে রয়েছে এখনো সুড়ঙ্গে। তিনদিন ধরে উদ্ধার কাজ চলছে সেইখানে।

Advertisement

টানেলের পথ কাদা ও জলে আটকে রয়েছে তাই মাঝে মধ্যে উদ্ধারের কাজে বাধা পড়ছে।
জল কাঁদার দাপটে নিরাপত্তাকর্মীরা আটকে পড়ে তাই নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে কোনো বিপদ আর ঘটেনি উদ্ধারকারী দলের।

Advertisement