করোনা আতঙ্কে একে একে বন্ধ হচ্ছে দেশের সমস্ত সামাজিক উৎসব। দেশের প্রায় বেশিরভাগ বড়ো মন্দির, মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল পুরীর জগন্নাথ মন্দির ও বন্ধ করে দেওয়া হয়েছে। এবার বন্ধ করা হল ‘রাম কোট পরিক্রমা।’ প্রতিবছর রামনবমীতে এই উৎসব শুরু করা হয়। অযোধ্যার এই প্রাচীন উৎসব ও করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কে বন্ধ করে দেওয়া হল।
এই উৎসবের উদ্যোক্তারা ভক্তদের বার বার করে বলেছেন যে এখন মন্দির দর্শন করতে না, সরযূ নদীতেও স্নান করতে তারা বারণ করেছেন। তারা আরো উল্লেখ করেছেন যে আগামী ২৪ মার্চ থেকে পরিক্রমা আরম্ভ হবার কথা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি বিচার করে তারা এই উৎসব বন্ধ করেছেন। তারা চান না যে এই উৎসবে এসে সংক্রমণ ছড়াক।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : পুরীর ধ্বজায় আগুন, পুরোহিতদের মতে অমঙ্গলের চিহ্ন
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ধর্মীয় যেকোনো অনুষ্ঠান যেতে নিষেধ করেছেন। উত্তরপ্রদেশে এখনো পর্যন্ত ২৩ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে, তবে তার মধ্যে বেশ কয়েকজনের চিকিৎসার পর সুস্থ হবার খবর পাওয়া গেছে।