Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভোটার তালিকায় লাদেন, নরেন্দ্র মোদির নাম, আজব ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশে

উত্তরপ্রদেশঃ আর কিছু দিন বাদেই উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোট৷ এদিকে ভোটের তালিকায় স্থান পেয়েছে লাদেন, শিবরাজ, বারাক ওবামা, নরেন্দ্র মোদি, অনিল কাপূর থেকে সোনম কাপূর। কিছু দিন আগেই ভোটার তালিকা সংশোধনের…

Avatar

উত্তরপ্রদেশঃ আর কিছু দিন বাদেই উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোট৷ এদিকে ভোটের তালিকায় স্থান পেয়েছে লাদেন, শিবরাজ, বারাক ওবামা, নরেন্দ্র মোদি, অনিল কাপূর থেকে সোনম কাপূর। কিছু দিন আগেই ভোটার তালিকা সংশোধনের জন্য এলাকার ব্লক স্তরের অফিসার ভোটের তালিকা দেখতেই তার নজরে আসে এই ঘটনা।ভোটার তালিকায় লাদেন, নরেন্দ্র মোদির নাম, আজব ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশেউত্তর প্রদেশের সিদ্ধার্থনগর জেলার ডোমারিয়াগঞ্জের ভাইসাহিয়া গ্রামের ভোটার তালিকাতেই রয়েছে এই সব নাম করা ব্যাক্তিত্বের নাম।ভোটার তালিকায় লাদেন, নরেন্দ্র মোদির নাম, আজব ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশেসূত্রের খবর এই ভোটের আগে ২০১৫ সালে নির্বাচন হয়েছিলো আর তখনই আগে শেষ বার এই ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল৷ তার পরে আর ভোটের তালিকা দেখা হয়নি। আর এবার পঞ্চায়েত ভোতের আগেই তালিকা দেখতেই নজরে আসে এই গোলযোগ। যা দেখে অবাক খোদ এলাকার ব্লক স্তরের অফিসার। 
About Author