Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Devlina Kumar: ‘চকা চক’ গানে গা ভাসালেন উত্তম কুমারের নাতবৌ! ঝলমলে কালো শাড়ি পরে উদ্দাম নাচ দেবলীনার

তিন বছর খুল্লামখুল্লাম প্রেম করে গত বছর ডিসেম্বর মাসে বিয়ে করেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। বিয়ের পর দুজন দুজনেই নিজেদের অভিনয়ের কাজে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন। তবে এদের ভালোবাসার…

Avatar

By

তিন বছর খুল্লামখুল্লাম প্রেম করে গত বছর ডিসেম্বর মাসে বিয়ে করেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। বিয়ের পর দুজন দুজনেই নিজেদের অভিনয়ের কাজে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন। তবে এদের ভালোবাসার কোনো ভাঁটা পড়েনি। ব্যস্ত শিডিউলের মধ্যে দুজনে রোজ নিয়ম করে সকালবেলা সাইকেল চালানো, গৌরবের জন্য মাঝেমধ্যেই নানান খাবার রান্না করেন দেবলীনা। এমনভাবে ভালোই চলছে তাদের সুখের সংসার। নিজেদের সংসার করার নানান মুহূর্ত শেয়ার ও করেন দুজনে।সেভাবে বাংলা ছবিতে অভিনয় না করলেও নিজের নাচের জন্য বেশ ভালোই সক্রিয়। পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই জনপ্রিয় দেবলীনা কুমার। বিশেষ করে দেবলীনার ফিটনেস আর নাচের ভিডিয়োর জন্য বেশ খ্যাত। তাঁর অনুরাগীর সংখ্যা৷ নেহাত কম না। সদ্য দেবলীনা নিজের ইন্সটাগ্রামে নাচের ভিডিও শেয়ার করেছে। শেয়ার করা রিল ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে। কালো শাড়ি, সরু ফিতের ব্লাউজ পরে উত্তম কুমারের নাতবৌ তুমুল নাচ করলেন।এই মুহূর্তে সারা আলি খানের আসন্ন ছবি ‘আতরঙ্গি রে’ সিনেমার ‘চাকা চাক’ গান সোশ্যাল মিডিয়ায় দুধর্ষ হিট। সইফ কন্যা সারার শাড়ি পরে সিগনেটার স্টেপে আট থেকে আশি সকলেই আসক্ত হয়ে পড়েছে৷ ব্যতিক্রম দেবলীনাও নয়। এবার সেই নাচ নিখুঁত ভাবে ফুটিয়ে তুললেন দেবলীনা। ঝলমলে কালো শাড়িতে নায়িকার এই নাচ ঘুম উড়িয়েছে পুরুষ অনুগামীদের। অভিনেত্রী হওয়ার পাশাপাশি দেবলীনা একজন ভালো নৃত্যশিল্পীও তা এদিন ভিডিয়োতে ফের প্রমাণ পেল। সোশ্যাল মিডিয়ায় এখন দেবলীনা অন্যতম সেনসেশন তিনি।
গত ৯ ডিসেম্বর প্রথম বিবাহবার্ষিকী ছিল এই লাভ বার্ডসের। নিজেদের মতো উদযাপন করেন গৌরব-দেবলীনা। বিবাহবার্ষিকীর আগে দুজনে লন্ডন ভ্রমণ করেন। আর সেই ছবিতে দুজনের প্রেম নজর কেড়েছিল সকলের। প্রসঙ্গত, অরিন্দম পরিচালিত ‘তীরন্দাজ শবর’-এ অভিনয় করেছেন দেবলীনা। ইতিমধ্যে এই ছবির শ্যুটিংও শেষ হয়েছে। দেবলীনার চরিত্রের নাম রুমকি। আপাতত আসন্ন ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন নায়িকা। পাশাপাশি ড্যান্স বাংলা ড্যান্স এ মেন্টর হিসেবে কাজ করেছেন দেবলীনা।
 
About Author