Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হাতে সিগারেট, পরনে বিকিনি, জন্মদিনে সাহসী লুকে ‘জুন আন্টি’

ছোটপর্দার জনপ্রিয় খলনায়িকা উষসী চক্রবর্তী গোয়ায় কাটাচ্ছেন এবারের জন্মদিন। হাতে সিগারেট, চোখে সানগ্লাস, পিঠে ট্যাটু, ছোট পোশাকে গোয়ার বিচে সময় কাটাচ্ছেন তিনি। আর সেই মুহূর্ত সম্ভবত তারই কোন এক বন্ধু…

Avatar

ছোটপর্দার জনপ্রিয় খলনায়িকা উষসী চক্রবর্তী গোয়ায় কাটাচ্ছেন এবারের জন্মদিন। হাতে সিগারেট, চোখে সানগ্লাস,
পিঠে ট্যাটু, ছোট পোশাকে গোয়ার বিচে সময় কাটাচ্ছেন তিনি। আর সেই মুহূর্ত সম্ভবত তারই কোন এক বন্ধু ক্যামেরাবন্দি করেছেন। সম্প্রতি আনন্দবাজার অনলাইনের কাছে নিজের জন্মদিন নিয়ে কথা বলেছেন তিনি।

উষসী চক্রবর্তীকে ইন্ডাস্ট্রির প্রায় সকলেই স্পষ্টবাদী মানুষ হিসেবেই জানেন। তিনি সোজা কথা সোজা ভাবেই বলতে আগ্রহী। সম্প্রতি আনন্দবাজার অনলাইনের তরফ থেকে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, জন্মদিনে তাকে কেক কি কোন বিশেষ মানুষ উপহার দিয়েছেন? তিনি কে? এর উত্তরে অভিনেত্রী শঙ্খ ঘোষের ভাষায় বলেছেন, “নিয়ন আলোয় যা কিছু আজ ব্যক্তিগত পণ্য করতে রাজি নই মোটেই!” তিনি যে খুব সন্তর্পনে কথাটা এড়িয়ে গেলেন, তা বুঝতে বাকি ছিলো না কারোরই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাবা শ্যামল চক্রবর্তীকে ছড়া দ্বিতীয় জন্মদিন কাটাচ্ছেন উষসী চক্রবর্তী। এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন, তার বাবা নিজের জন্মদিন সেভাবে কখনোই কোনদিন পালন করেননি। আর তার জন্মদিনও পালন হয়নি সেভাবে। প্রথমবার শহর থেকে দূরে এসে জন্মদিন পালন করছেন তিনি। তার কথায়, বন্ধুদের সাথে সমুদ্রের কাছাকাছি কাটাতে বেশ ভালোই লাগছে তার। তিনি এও বলেন, আগের জন্মদিনগুলো এভাবেই কাটালে ভালো হতো।

সম্প্রতি গোয়ায় জন্মদিন কাটানোর একাধিক ছবি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী। এরপরেই এক নেটিজেন তার ছবিতে মন্তব্য করেন, তার বাবা শ্যামল চক্রবর্তী কি তাকে এইসব শিখিয়েছেন? এই প্রশ্নের পাল্টা প্রশ্ন করে অভিনেত্রী বলেছেন, গোয়ায় গিয়ে কি তিনি বোর্খা দিয়ে সর্বাঙ্গ ঢাকবেন? এমনকি আনন্দবাজার অনলাইনের মাধ্যমে তিনি জানান, তার বাবা কখনোই তার পোশাক নিয়ে মাথা ঘামাননি। এমনকি তিনি এও বলেন রবীন্দ্রজয়ন্তীতে তিনি কিন্তু শাড়িই পরবেন।

এই মুহূর্তে দক্ষিণ গোয়ায় সময় কাটাচ্ছেন অভিনেত্রী। বয়সটা তার কাছে শুধুমাত্র সংখ্যা নয়, অন্তত তিনি তা মনে করেন না। জন্মদিনের ভুরিভোজ নিয়ে কথা উঠলে তিনি জানান, সামনেই বড় বিজ্ঞাপনের কাজ রয়েছে তার, মোটা হওয়া যাবে না। আনন্দ করার পাশাপাশি শরীরচর্চাও চালিয়ে যাচ্ছেন তিনি। তার ভুরিভোজের তালিকায় রয়েছে সামুদ্রিক সমস্ত খাবার। রাতে নিজের বন্ধুর সাথেই নৈশভোজ সারবেন তিনি। তবে বন্ধুটি কে? তা কোনোভাবেই প্রকাশ করেননি অভিনেত্রী।

About Author