Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে বাড়িতে বসে কীভাবে সময় কাটাচ্ছেন সকলের প্রিয় ঊষসী রায়?

বাংলা ধারাবাহিক জগতে ঊষসী রায় হল অন‍্যতম জনপ্রিয় নাম। খুব বেশিদিন হয়নি অভিনয় জগতে পা রেখেছেন। তবে প্রথম ধারাবাহিক 'মিলন তিথি' তে বিপুল জনপ্রিতা পান। সব চরিত্রেই অভিনেত্রী নিজের অনবদ্য…

Avatar

By

বাংলা ধারাবাহিক জগতে ঊষসী রায় হল অন‍্যতম জনপ্রিয় নাম। খুব বেশিদিন হয়নি অভিনয় জগতে পা রেখেছেন। তবে প্রথম ধারাবাহিক ‘মিলন তিথি’ তে বিপুল জনপ্রিতা পান। সব চরিত্রেই অভিনেত্রী নিজের অনবদ্য অভিনয় দিয়ে সকলের প্রিয় হয়ে উঠেছেন। তিনটি ধারাবাহিকে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর এখন ওয়েব দুনিয়াতে অভিনয় শুরু করেছেন। কাদম্বিনীর পর টেলিভিশন জগতে ব্রেক নিয়েছেন ঊষসী রায়। এরপর জি বাংলার অরিজিনাল একটি সিরিজ ইস্কাবনের রানী নামে একটি ছবিতে অভিনয় করেছেন ঊষসী।

হইচইতে টুরু লাভ সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন। সম্প্রতি জি বাংলার রান্নাঘরে হোলি স্পেশাল পর্বে সঞ্চালিকার ভূমিকায় হাজির হয়েছিলেন ঊষসী। কখনো অ্যাওয়ার্ড শো তো কখনো রিয়ালিটি শোতে সর্বত্রই বিরাজমান ঊষসী। ধারাবাহিক হোক সিনেমা কিংবা সঞ্চালক সব ভূমিকায় একশোতে একশো পেয়েছেন এই সুন্দরী৷ লকডাউনের আগে একাধিক ফটোশুটের কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলেন এই সুন্দরী অভিনেত্রী। এখনো অভিনেত্রী সিঙ্গেল রয়েছেন। জীবনে কোনো স্পেশাল মানুষের আবির্ভাব হয়নি। নিজের কাজ নিয়ে বেশ আছেন অভিনেত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করোনা আর লকডাউনে ফের গৃহবন্দী অভিনেত্রী৷ এই লকডাউনে বাড়িতেই নিজের বাবা-মায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ঊষসীর বাবা মা তাঁর খুব ভালো বন্ধু। দুজনের সাথে ভালো মন্দ সব কথা শেয়ার করেন। তাছাড়া বন্ধুদের সাথে ফোনেও কথাও হচ্ছে। নতুন সিনেমা, ওয়েব সিরিজ দেখেও সময় কাটাচ্ছেন। তবে লকডাউনের পর অভিনেত্রী ফের কাজে আসবেন। তবে ধারাবাহিক না কোনো রিয়ালিটি শো তা এখনই তিনি জানাননি। ক্রমশ প্রকাশ্য, এখনো কিছু ফাইনাল হয়নি।

এসবের সাথে বাড়িতে ওয়ার্ক আউট ও করছেন অভিনেত্রী। অভিনেত্রীর আর্থারাইটিসের থ্রেট রয়েছে। সেজন্য অভিনেত্রীকে ওয়ার্কআউট করতেই হয়। করোনার জন্য জিম যাওয়াও বন্ধ করে দিয়েছেন অনেকদিন ধরে তবে বাড়িতেই এখন পুরোদমে শরীরচর্চা করে থাকেন। সম্প্রতি বাড়িতেই শরীর চর্চার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আউটসাইড দ্য কমফর্ট জোন, বাট ইনসাউড দ্য হাউজ’। অন্যবারের মতো এবারেও বেশ ভাইরাল হয় এই পোস্ট।

About Author