টলিউডবাংলা সিরিয়ালবিনোদন

এবার কি ঊষসীও বিয়ের পিঁড়িতে? সিঁথির ফাঁকে উঁকি দিচ্ছে একফালি সিঁদুর

Advertisement
Advertisement

সম্প্রতি অভিনেত্রী ঊষসী রায় (Ushashi Roy)-এর কয়েকটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ছবিগুলিতে দেখা যাচ্ছে, ঊষসীর সিঁথিতে সিঁদুর এবং কপালে লাল টিপ। ছবিতে অভিনেত্রীর পরনে রয়েছে কমলা রঙের প্রিন্টেড শাড়ি। ঊষসী ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে রবীন্দ্রসঙ্গীতের কিছু কথা লিখেছেন। ঊষসীর সিঁথিতে সিঁদুর দেখে নেটিজেনদের একাংশ জল্পনা শুরু করেছেন, তাহলে কি ঊষসীও চুপিসাড়েই বিয়ে সেরে ফেললেন। অনেকেই আবার প্রশ্ন করেছেন, পাত্র কে? প্রকৃতপক্ষে ছবিগুলি ঊষসীর বহুদিন আগের একটি প্রজেক্টের ফটোশুটের। ঊষসী এখনও ‘সিঙ্গল’ রয়েছেন।

Advertisement
Advertisement

আশুতোষ কলেজ থেকে ইতিহাসে স্নাতক হওয়ার পর ঊষসী 2015 সালে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘মিলন তিথি’র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। এই সিরিয়ালে ঊষসীর অভিনয় প্রশংসিত হয়। এরপর জি বাংলায় ‘বকুল কথা’ সিরিয়ালে বকুলের চরিত্রে অভিনয় করে নজর কেড়ে নেন ঊষসী। তাঁর শক্তিশালী অভিনয়ের কারণে ‘বকুল কথা’-র টিআরপি একটানা উর্ধ্বমুখী ছিল। ‘বকুল কথা’ শেষ হয়ে যাওয়ার পর মহিলা ডাক্তার কাদম্বিনী (kadambini ganguly)-র জীবনী অবলম্বনে তৈরী ধারাবাহিক ‘কাদম্বিনী’তে অভিনয় করছিলেন। কিন্তু টিআরপি কম থাকার কারণে কয়েক মাস পরে বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি।

Advertisement

এছাড়াও জি বাংলার অনুষ্ঠান ‘দূর্গা সপ্তশতী’-তে ‘দেবী শতাক্ষী’-র রূপে অভিনয় করেন ঊষসী। হইচই-এর ওয়েব সিরিজ ‘টুরু লাভ’-এ ঊষসীর অভিনয় প্রশংসনীয় হয়েছে। কিছুদিনের মধ্যেই ঊষসীকে চোরের ভূমিকায় দেখা যাবে জি বাংলা অরিজিনালে অভিমন্যু মুখোপাধ্যায় (Abhimanyu mukherjee) পরিচালিত ‘ইস্কাবনের বিবি’তে। ‘ইস্কাবনের বিবি’-তে ঊষসী ছাড়াও অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক (kanchan mullick), ভাবনা (Bhabna), ঋষভ (Rishav) প্রমুখ।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button