Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সলমনকে বিয়ে করতে রাজি অভিনেত্রী উর্বশী, উত্তরে সলমন কী বললেন, জানুন

অভিনতা সলমন খানের বয়স কিছুদিন আগেই ৫২ ছাড়িয়েছে। কিন্তু এই বয়সেও সমান গ্ল্যামারাস সলমন। বলিউডের অধিকাংশ নায়িকাদের প্রথম পছন্দ সলমন খান। অভিনেত্রী উর্বশী রৌটেলাও তার ব্যতিক্রম নন। কিছু দিন আগে…

Avatar

অভিনতা সলমন খানের বয়স কিছুদিন আগেই ৫২ ছাড়িয়েছে। কিন্তু এই বয়সেও সমান গ্ল্যামারাস সলমন। বলিউডের অধিকাংশ নায়িকাদের প্রথম পছন্দ সলমন খান। অভিনেত্রী উর্বশী রৌটেলাও তার ব্যতিক্রম নন। কিছু দিন আগে উর্বশী একটি সাক্ষাৎকারে জানান, তিনি সলমনের একনিষ্ঠ ফ্যান। এমনকি সলমনকে তিনি বিয়ে করতেও রাজি। উর্বশী বলেন, সলমনকে বিয়ে করতে চান না এমন কোনো মহিলা নেই।

সলমনের কাছে প্রায় প্রতিদিনই দেড়শোর বেশি ম্যারেজ প্রোপোজাল কখনও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কখনও পরোক্ষভাবে আসে। প্রথম দিকে সলমন বিব্রত বোধ করলেও এখন অভ্যস্ত হয়ে গেছেন। কিছু দিন আগে শোনা গিয়েছিল, তিনি মডেল ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। কিন্তু পরে তাঁর পরিবারের সদস্যরা মিডিয়াকে জানিয়েছেন সলমন ও ইউলিয়া দুজনেই খুব ভালো বন্ধু।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একটি সাক্ষাৎকারে সলমন জানিয়েছেন, এই বয়সে একজন ভালো বন্ধুর পাশে থাকা দরকার। সম্প্রতি ‘বিগ বস 14’ সঞ্চালনা করার সময় সলমন বলেন, তাঁর বিয়ে করার সময় চলে গেছে। এর আগেও সলমন একটি সাক্ষাৎকারে বলেছিলেন, পঞ্চাশের কোঠা পেরিয়ে বিয়ে করার পক্ষপাতী নন তিনি। তাঁর মনে হয়, এই সময় বিয়ে করলে তিনি তাঁর সন্তানের বেড়ে ওঠা দেখতে পাবেন না। এই মুহূর্তে সলমন ব্যস্ত প্রভু দেবা পরিচালিত ফিল্ম ‘রাধে’র শুটিং নিয়ে। আগামী বছর ঈদে মুক্তি পেতে চলেছে ‘রাধে’।

About Author