Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্নানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী, মুহূর্তের মধ্যে ভাইরাল

কৌশিক পোল্ল্যে: অভিনেত্রী উর্বশী রাউত্তেলা তার সৌন্দর্য ও অপরূপ ফিগারের কারনেই বলিমহলে বহুল পরিচিত। তার শরীরী ভঙ্গিমা ও সেক্সি ড্যান্স মুভস এ দিওয়ানা বনে গিয়েছেন অগনিত ভক্তরা। আন্তর্জাতিক সুন্দরী টাইটেল…

Avatar

কৌশিক পোল্ল্যে: অভিনেত্রী উর্বশী রাউত্তেলা তার সৌন্দর্য ও অপরূপ ফিগারের কারনেই বলিমহলে বহুল পরিচিত। তার শরীরী ভঙ্গিমা ও সেক্সি ড্যান্স মুভস এ দিওয়ানা বনে গিয়েছেন অগনিত ভক্তরা। আন্তর্জাতিক সুন্দরী টাইটেল হোল্ডার এই বলি অভিনেত্রী পৃথিবীর সেক্সিয়েস্ট মহিলারও তকমা পেয়েছেন। ভারতে বর্তমানে সবচেয়ে বেশি প্যাজেন্ট জেতার রেকর্ডটি রয়েছে তারই নামে।

বলিউডে তিনি পরিচিতি পান দিব্যা কুমার খোশলা পরিচালিত ‘সানাম রে’ ছবির মাধ্যমে। এই ছবিতে তার সহযোগী শিল্পী ছিলেন পুলকিত সম্রাট ও ইয়ামি গৌতম, যদিও এই দুজনের কারোর সঙ্গে বর্তমানে সুসম্পর্ক নেই উর্বশীর, মনমালিন্যের সূত্রপাত এই ছবির শ্যুটিংয়ের সময় থেকেই। তবুও উর্বশীর প্রথম হিট হিসেবে এটি তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ন ছবি বলে তিনি মনে করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই সিনেমার প্রতিটি গানই ছিল সুপারহিট। সেই স্মৃতিই আরও একবার ঝালিয়ে নিলেন অভিনেত্রী। ছবিতে একটি জনপ্রিয় গান ছিল ‘হুয়া হ্যায় আজ পহেলি বার’ যে গানের প্রথম শর্টেই নগ্ন শরীরে সাওয়ারের তলায় স্নান করতে দেখা গিয়েছিল উর্বশীকে, মূলত এই উষ্ণ দৃশ্যের কারনেই গানটি জনপ্রিয় হয়, অভিমত সমালোচকদের।

এই গানই গতকাল ইউটিউবে ৬০০ মিলিয়ন ভিউসের গন্ডি পার করেছে যা একটি বড়সড় রেকর্ড। এই সাফল্যে খুশি হয়ে ভিডিওর সেই বিশেষ দৃশ্যটি দর্শকদের মনে করানোর উদ্দেশ্যে ইনস্টাগ্রামে পোস্ট করলেন তিনি, সেই সঙ্গে গানের সফলতার খবরটিও জানান দিলেন ক্যাপশনে। উল্লেখ্য ২০১৬ এর এই গানের ভিডিওটি তৎকালীন সময়ে উর্বশীকে খ্যাতির শিখরে নিয়ে যায় এবং তিনি সমগ্র দেশের কাঙ্খিত নারীদের তালিকায় প্রথম সারিতে যুক্ত হন। উর্বশীর সেই উষ্ণ স্নানের ভিডিওটি নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।

 

View this post on Instagram

 

A post shared by URVASHI RAUTELA ??Actor?? (@urvashirautela) on

About Author