তবে বর্তমানে উর্বশী রাউতেলা সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছেন তার হটনেসের জন্য। সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরে প্রবেশ করছেন উর্বশী। আর ম্যাজেন্টা রংয়ের ব্র্যালেটের সাথে একটি থাই-হাই স্লিট পোশাক পরতে দেখা গেছে তাকে। এখানেই শেষ নয়, পোশাকের সাথে ম্যাচিং করে হাই হিল পরেছেন এই বলিউডের অভিনেত্রী। ভিডিওটি নেটিজেনদের চোখে পড়তেই অনেকেই উর্বশীর নিউ লুক দেখে চোখের পলক ফেলতে পারছেন না। আবার অনেকেই সমালোচনার ঝড় তুলেছেন। কেউ কেউ লিখেছেন,”বিমানবন্দরের র্যাম্প ওয়ার্ক করছেন ঊর্বশী।”
গ্ল্যামারাস ড্রেস পরে এয়ারপোর্টে র্যাম্প ওয়ার্ক করলেন উর্বশী, ভিডিও ভাইরাল নেটপাড়ায় – URVASHI RAUTELA
বলিউডের বিউটি কুইন তথা ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে নাম জড়ানো অভিনেত্রী ঊর্বশী রাউতেলার একটি ছবি সম্প্রতি বিশেষভাবে ভাইরাল হয়েছে ইন্টারনেট পাড়ায়। যেখানে তাকে বিমানবন্দরে ঢুকতে দেখা গেছে। তবে তার…

আরও পড়ুন