Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাথটাবে গোলাপের পাপড়ি ছড়ানো দুধে স্নান করলেন ঊর্বশী, দেখুন ছবি

এই বলিউড অভিনেত্রীর সৌন্দর্য নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। সুন্দরী প্রতিযোগিতায় বর্তমান ভূ-ভারতে তার জুড়ি মেলা ভার। তিনি ঊর্বশী রাউতেলা, বর্তমানে হিন্দি আইটেম গানের অন্যতম সেরা মুখ। ২০১৫ সালে…

Avatar

এই বলিউড অভিনেত্রীর সৌন্দর্য নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। সুন্দরী প্রতিযোগিতায় বর্তমান ভূ-ভারতে তার জুড়ি মেলা ভার। তিনি ঊর্বশী রাউতেলা, বর্তমানে হিন্দি আইটেম গানের অন্যতম সেরা মুখ। ২০১৫ সালে মিস ডিভা ইন্ডিয়া প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর তিনি ইন্ডাস্ট্রিতে পরিচিতি লাভ করেন। এরপর আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতকে রিপ্রেজেন্ট করেন।

সদ্যই তিনি ইনস্টাগ্রামে পোস্ট করলেন একটি রাজকীয় ছবি। প্রাচীন যুগের রাজকন্যারা যেভাব গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো দুধে স্নান করতেন সেই একই ভঙ্গিমায় স্নান করতে দেখা গেল উর্বশীকে। বাথটাবে খোলামেলা উর্বশীর স্নানের দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল সোশ্যালের পাতায়। ছবি দেখে রীতিমতো কুপোকাত নেটিজেনরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

2016 সালে দিব্যা কুমার খোসলার ‘সানাম রে’ ছবিতে অভিনয়ের পর ঊর্বশীর নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। সিনেমায় তার স্মিত হাসি ও অপরূপ সৌন্দর্যের প্রেমে পড়েছিল অগণিত যুবকরা। এরপর আরও বেশ কিছু হিন্দি ছবিতে তাকে আইটেম ড্যান্সার হিসেবে নতুন রূপে খুঁজে পায় দর্শকরা।

এসবের পাশাপাশি বেশ বড়সড় ফ্যান ফলোয়িং হোল্ড করেন ঊর্বশী। ইনস্টাগ্রামে নতুন নতুন ট্রেন্ড সেট করতেও বলি পাড়ার প্রথম সারির অভিনেত্রীদের থেকে কোনো অংশে কম নন তিনি। তার ফ্যাশন সেন্স একগুচ্ছ অভিনেত্রীর ঈর্ষার কারণ। যদিও এই প্যাজেন্ট মডেল বলিউডের বাকি অভিনেত্রীদের থেকে খানিক দূরত্ব বজায় রেখে চলেন, বিশেষত ‘সানাম রে’ সিনেমার সময় তার সঙ্গে প্রকাশ্যে ইয়ামি গৌতমের চুলোচুলির ঘটনা তো সবাই জানেন। প্রেমজনিত কারণে অন্যান্য বহু অভিনেতা ও ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে নাম জড়িয়েছে ঊর্বশীর। যদিও এখনও নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন এই অভিনেত্রী।

About Author