Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কামুক কায়দায় ভিডিও বানিয়ে চর্চায় উরফির বোন উরুসা জাভেদ, চেহারা দেখে দম আটকে গেছে ভক্তদের

বিতর্ক এবং উরফি জাভেদ যেন এখন গ্ল্যামার ওয়ার্ল্ডের সমার্থক শব্দ। পোশাকী বিতর্কের জেরে প্রায় প্রতিদিন কোনো না কোনো খবরের শিরোনামে উঠে আসেন এই মডেল-অভিনেত্রী। ‘বিগ বস ওটিটি’ দিয়ে লাইমলাইটে এসেছিলেন…

Avatar

বিতর্ক এবং উরফি জাভেদ যেন এখন গ্ল্যামার ওয়ার্ল্ডের সমার্থক শব্দ। পোশাকী বিতর্কের জেরে প্রায় প্রতিদিন কোনো না কোনো খবরের শিরোনামে উঠে আসেন এই মডেল-অভিনেত্রী। ‘বিগ বস ওটিটি’ দিয়ে লাইমলাইটে এসেছিলেন উরফি জাভেদ। বিগ বসের ঘরে বেশিদিন টিকতে না পারলেও রিয়েল ওয়ার্ল্ডে উর্ফির লাস্যময়ী রূপ তাঁকে সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রেখেছে। পাশাপাশি এখন নেটদুনিয়াতে চর্চায় আসছেন উরফির বোনেরাও।

জাভেদ পরিবারের চার মেয়ে উরুসা, উরফি, আসফি এবং ডলি, সবাই মিলে তাঁদের ফ্যাশন সেন্স দিয়ে ইন্টারনেট দুনিয়াতে জনপ্রিয়তা ধরে রেখেছেন। সাধারণ টেলি অভিনেত্রী থেকে এখন সোশ্যাল মিডিয়া সুপারস্টার হয়ে উঠেছেন উরফি জাভেদ। বিভিন্ন রকমের আজব কায়দায় পোশাক পরে ফটোশুট করে সকলের হুঁশ উড়িয়ে দেন এই মডেল অভিনেত্রী। পাশাপাশি তাঁর বোন উরুসা এবং ডলি জাভেদ যারা দেখতে অনেকটা একই রকম এবং তাঁরা প্রায়শই ট্রানজিশন রিল তৈরি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। তাদের সাহসী অবতারের ফটোশুটও নজর কেড়ে নেয় সকলের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রয়েছেন উরুসা জাভেদ। সর্বশেষ ভিডিওতে, কামুক কায়দায় পোজ দিয়ে ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন উরফির বোন। সে তাঁর শরীরী ভাঁজ ফ্লান্ট করে ভিডিও বানিয়েছেন। তাঁর কামুক এক্সপ্রেশন নিয়ন্ত্রণহীন করতে পারে আপনাকেও। তাঁর কিলার স্টাইলের দিওয়ানা হয়ে গেছেন সকলেই। ভিডিওতে উরুসার পরনে ছিল ডেনিম শর্টস ও ক্রপ টপ। অফবিট স্টাইলে উরুসাকে দেখে ভিডিওতে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেট নাগরিকরা। বেশিরভাগ নেটিজেন বলেছেন, ‘আব দোনো বেহেনো মে কম্পিটিশন হোগা‘।

About Author