Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Urfi Javed’s Sister: উরফি নয়, মেদহীন কোমর দুলিয়ে নেটজনতাকে মাত দিচ্ছেন বোন উরুসা, দেখুন ভিডিও

ফ্যাশন জগতে উরফি এখন উজ্জ্বল নক্ষত্র। বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসতেই চর্চার বিষয় হয়ে ওঠেন তিনি। তাঁর ফ্যাশন স্টেটমেন্ট সমালোচনার ঝড় তোলে নেট মাধ্যমে। এবারে সেই উরফি'র পর চর্চায়…

Avatar

ফ্যাশন জগতে উরফি এখন উজ্জ্বল নক্ষত্র। বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসতেই চর্চার বিষয় হয়ে ওঠেন তিনি। তাঁর ফ্যাশন স্টেটমেন্ট সমালোচনার ঝড় তোলে নেট মাধ্যমে। এবারে সেই উরফি’র পর চর্চায় আসেন তাঁর বড় বোন উরুসা জাভেদ (Urusa Javed).

কাজের জন্য উরফি একা থাকলেও পরিবারের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। উরফির তিন বোনের মধ্যে উরুসা জাভেদ হলেন বড় বোন, এরপরেই রয়েছে আসফি এবং ডলি জাভেদ, ভাই সমীর আসলাম আর উর্ফির মা জাকিয়া সুলতানা। এর আগে এক সাক্ষাৎকারে উরফি জানান যে তাঁর পিতা তাদের সকলের সঙ্গে মৌখিক ও শারীরিক অত্যাচার করতেন। এরপরেই বড় বোনের সঙ্গে মুম্বাই চলে আসেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এইমুহুর্তে, উরফি নয় চর্চায় আছেন বড় বোন উরুসা। সোশ্যাল মিডিয়ায় তিনিও বেশ সক্রিয়। ফ্যাশনিস্তা উরুসা মাঝেমধ্যেই তার সাহসী ছবি, ভিডিও পোস্ট করেন। চর্চায় আছেন তিনিও। সম্প্রতি, উরুসা জাভেদের বেলি ড্যান্সের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে, উরুসাকে আত্মবিশ্বাসের সাথে বেলি ড্যান্স করতে দেখা দিয়েছে। উরর্ফির বোন উরুসার নাচের ভিডিওটির মধ্যে অনেকেই কমেন্ট করেছেন। তাঁর আকষণীয় ফিগার ও বোল্ড স্টেপ নেট মহলে প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে, উরুসার ড্যান্স কস্টিউম অনেকের নজরে এসেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি একটি হালকা নীল ক্রপ টপের সাথে ডোরাকাটা সাদা প্যান্ট পড়েছিলেন। তাঁর খোলা চুল, হালকা মেকআপ এবং একটি গাঢ় লাল লিপস্টিক তাকে আরো মোহময়ী করে তুলেছে। এই নাচের ভিডিওটি শেয়ার করার সময় তিনি লেখেন, “প্রতিদিনের সাথে আরও ভালো হওয়ার চেষ্টা করছি!”

About Author